কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র যুদ্ধ চলছে। সংকটময় এমন পরিস্থিতির মধ্যে ভারতে আইপিএল ও পাকিস্তানে পিএসএল স্থগিত হয়েছে। যদিও উত্তেজনার মধ্যেই অরুণাচলে আজ শুক্রবার (৯ মে) থেকে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট। বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। ভারতের অরুণাচল প্রদেশের ইউপির গোল্ডেন জুবিলি স্টেডিয়াম কৃত্রিম টার্ফের। বল অতিরিক্ত বাউন্স করেছে। এতে বাংলাদেশের ফুটবলারদের বল নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। পাহাড়ি এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকেও বেশ উচুতে স্টেডিয়াম। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ দুই গোলের লিড নিয়েছিল। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ দুই গোল পরিশোধ করে। দুই দলই আর কোনো গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ১১ মে বাংলাদেশের পরের ম্যাচ ভূটানের বিপক্ষে। ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা...
ভারতে দুই গোলে এগিয়ে থেকেও ড্র-তেই মুখরক্ষা
অনলাইন ডেস্ক

রাতারাতি পরিস্থিতির অবনতি, আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষিতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। খবর ইন্ডিয়া টুডের। অ্যাজ শুক্রবার (৯ মে) এক জরুরি বৈঠকের পর বিসিসিআই এই সিদ্ধান্ত জানায়। বলা হয়, খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের পাহেলগামে ২২ এপ্রিলের হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এরই মাঝে গতকাল (৮ মে) ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে বন্ধ করে দিতে হয়, কারণ আশপাশের এলাকাবিশেষ করে জম্মু ও পাঠানকোটেবিমান হামলার সতর্কতা জারি হয়েছিল। আইপিএল দলগুলো ইতোমধ্যে লক্ষ্ণৌ পৌঁছেছিল, যেখানে লখনৌ সুপারজায়ান্টস ও...
বাংলাদেশের হয়ে শমিতের খেলা নিয়ে যা বলছে তার ক্লাব
অনলাইন ডেস্ক

কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা শমিত সোম এখন বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায়। গত ৬ মে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনের পর লাল-সবুজ জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই তার। কানাডা প্রিমিয়ার লিগের দল কাভালরি এফসির হয়ে খেলেন শমিত। আজ সেই ক্লাবশমিতেরবাংলাদেশ অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেনশমিত সোম। অভিনন্দন শমিত। বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে কথা বলেছেন শমিত। লাল-সবুজের জার্সিতে খেলতে পারাটা তার কাছে গর্বের। তাই বাংলাদেশের হয়ে অভিষেকের জন্য যেন তর সইছে না এই মিড ফিল্ডারের। তিনি বলেন, এটা এমন কিছু, যাতে আমি গর্বিত। আমার বাবার পরিবারের অনেকই এখনো সেখানে থাকে, আমার বাবা-মা সেখান থেকেই এসেছেন, ছোটবেলা থেকেই আমি...
শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজ
অনলাইন ডেস্ক

৭ বছর পর আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজ। ১০ মে থেকে এই খোঁজে নামবে সাঁতার ফেডারেশন। মূলত দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে আসা সাঁতারুদের নিয়ে ১৫টি ভেন্যুতে চলবে এই বাছাই কার্যক্রম। সেজন্য বাজেট ধরা হয়েছে ৬ কোটি টাকা। বাছাই প্রক্রিয়া চলবে তিন ধাপে। যেখানে সারা দেশ থেকে প্রাথমিকভাবে বাছাই করা হবে ৬০০ সাঁতারু। এরপর ঢাকায় হবে দ্বিতীয় পর্যায়ের বাছাই। সেখানে ৬০০ থেকে সাঁতারু কমিয়ে আনা হবে ১০০ জনে। সর্বশেষ তৃতীয় ধাপে চূড়ান্ত বাছাই করা হবে ৫০ জন সাঁতারুকে। চূড়ান্ত পর্যায়ের এই বাছাইকৃত সাঁতারুদের দুই বছরের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। বয়সভিত্তিক ক গ্রুপে ৯-১১ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে। ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে খ গ্রুপে। এসএ গেমসে স্বর্ণজয়ী সাঁতারু শাহজাহান আলী রনি, মাহফুজা খাতুন শিলা, জুয়েল আহমেদসহ ফেডারেশনের কোচেরা এই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত