নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের উপ-নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক মাহিয়া রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ক্যাম্পাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেত্রী মাহিয়া রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মাহিয়া রহমানের বাবা বরিশাল সদরের ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা। জুলাই আন্দোলনের সময়ে মাহিয়া রহমান ছাত্র-জনতার বিরুদ্ধে রাজপথে অবস্থানের অভিযোগ রয়েছে। news24bd.tv/NS
রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ২১ রোগীর চোখের ছানি অপারেশন
নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব-দুস্থ ২১ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং মানবসেবা আলমি ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে দিনব্যাপী ফ্রি অপারেশন অনুষ্ঠিত হচ্ছে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবতৈনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. আক্তার ফেরদৌসি জাহান এবং ডা. জেরিন পারভীন। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার এইচ, আর অ্যান্ড এডমিনিস্টেশনের মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরীব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার...
বৃহস্পতিবার যেমন থাকবে ঢাকার আবহাওয়া
অনলাইন ডেস্ক

আজ ঢাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার (০৮ মে) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিন ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এ অবস্থায় পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে-...
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিও (পার্সোনাল অফিসার) এস এম মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। বুধবার (৭ মে) রাত ১০টার দিকে ল্যাবএইডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন। তিনি জানান, মিজানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা তাকে দেখতে পেয়ে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর