বিএনপি চেয়ারপারসনও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বিমানবন্দর সড়কসহ নগরীর গুলশান ও বনানীর সড়কগুলোতে তীব্র যানজটের শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে যানচলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ডিএমপি। এর আগে গতকাল সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তিতে বিশেষ ট্রাফিক নির্দেশনাটি দেওয়া হয়। গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (আজ) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে ঢাকা বিমানবন্দর থেকে নিজ বাসভবনে (গুলশান) আসবেন। এ উপলক্ষে ঢাকা...
যানজট নিরসনে আজ যেসব সড়ক ব্যবহার করতে বললো ডিএমপি
অনলাইন ডেস্ক

রাজউকের অভিযানে ১৫ বিদ্যুতের মিটার জব্দ, সাড়ে ১০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক

রাজউকের জোন ১ ও জোন ৫ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। সোমবার (৫ মে) এ অভিযানে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫টি মিটার জব্দ করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে রাজউকের জোন ৫ /১ এর আওতাধীন তেজকুনিপাড়া এলাকায় ৯টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৪টি বিদ্যুতের মিটার জব্দ করা হয়। এছাড়াও ৭টি ভবনের রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। এসময় ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা...
শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের মোট নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া ভবনটি থেকে মোট ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। news24bd.tv/এআর
রাজধানীর শান্তিনগরে সিরাজ টাওয়ারে আগুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ার নামে দশতলা একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর