চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে একটি পোস্ট করেন তিনি। ওই পোস্টে সারজিস লেখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। মঙ্গলবার ১০টা ৪০ মিনিটে বেগম খালেদা...
বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে যা বললেন সারজিস
অনলাইন ডেস্ক

তারেক রহমান দেশে আসবেন সে প্রস্তুতি আছে: এ্যানি
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এবং বিএনপির সে বিষয় সকল প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আমরা মাঠে ছিলাম, এখনও মাঠে আছি। আমি বিশ্বাস করি, খালেদা জিয়ার নেতৃত্বেই দেশের মানুষ আবারও একত্রিত হবে। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন এবং দেশের রাজনীতিতে স্বাভাবিকতা ফিরে আসবে। এ্যানি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অত্যাচারিত ছিলেন। আজ তিনি আসছেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি। তার এই আসায় দেশ একটি গণতান্ত্রিক দেশে পরিণত হবে আমরা সেই প্রত্যাশাই করি। বেগম খালেদা জিয়া আসছেন তার মনোবল যথেষ্ট। এবার গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। news24bd.tv/FA
ফিরোজায় ফিরলেন বেগম খালেদা জিয়া
অনলাইন ডেস্ক

দীর্ঘ চার মাস পর দেশে ফিরে গুলশানের বাসভবন ফিরোজা পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি গুলশানের বাসভবনে পৌঁছান। সেখানে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে অভ্যর্থনা জানান। এর আগে রাজপথে বিএনপি নেত্রীকে শুভেচ্ছা জানাতে নামে নেতাকর্মীদের ঢল। আজ বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশে রওয়ানা দেন বিএনপি নেত্রী। এদিন সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এছাড়া খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায়...
বেগম খালেদা জিয়াকে পথে পথে শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে আজ মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হয়। এ সময় নেতা-কর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা রয়েছে। বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে যেভাবে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন, তা দলের প্রতি তাদের আস্থার প্রমাণ। বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কে কোথায় অবস্থান নিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবেন, তা আগেই বলে দেওয়া হয়েছিল। তাঁদের সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর