নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে জাকির হোসেন (৪০) নামে এক যুবলীগ কর্মীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাকির হাসানপুর গ্রামের বাসিন্দা এবং সোনাপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৩টি মামলা রয়েছে, যার মধ্যে ডাকাতি, নারী ও শিশু নির্যাতন, ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জাকির কিছুদিন আগে তাবলিগ জামায়াত থেকে ফিরে এলাকায় মাটির ব্যবসা শুরু করেন। তিনি প্রতি ট্রাক মাটি বিক্রি করতেন ১,২০০...
নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা, আটক ২
নোয়াখালী প্রতিনিধি

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার অভিযোগে শিক্ষক আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে সানিম হোসাইন নামের ৭ বছরের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় অবস্থিত আল-মুঈন ইসলামি একাডেমি (নুরানী মাদ্রাসা) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ছাত্র হত্যার অভিযোগ উঠলে পুলিশ ওই মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। নিহত সানিম হেফজ বিভাগের ছাত্র ও রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা গ্রামের বাসিন্দা হুমায়ুন মাতব্বরের ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার এবং মাদ্রাসা সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসা কক্ষের সিসি ক্যামেরার ফুটেজে গামছা নিয়ে সানিমকে টয়লেটে ঢুকতে দেখা যায়। কিন্তু সে বাহির হওয়ার কোন দৃশ্য দেখা যায়নি।...
‘মোর ঘরদুয়ার পরিষ্কার করি মোক ছাড়ি চলি গেলু রে মা...’
রংপুর প্রতিনিধি

এসএসসির সব পরীক্ষাই ভালো হয়েছিল আফসানার।শেষ পরীক্ষাটি দিয়ে আনন্দের খবর দেওয়ার কথা ছিল মেয়ে আফসানার। কিন্তু তার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিরবিদায় নিল এই মেধাবী শিক্ষার্থী। মঙ্গলবার (১৩ মে) সকালে রংপুরের কাউনিয়া উপজেলায় পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় আফসানাসহ একই পরিবারের তিনজন নিহত হন। নিহতরা হলেনআফসানা বেগম, মীরবাগ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, তার চাচি রুবিনা বেগম (৩২) এবং রুবিনার দুই বছর বয়সী ছেলে রহমত। মোটরসাইকেলের চালক আফসানার চাচা আশরাফুল ইসলাম দুর্ঘটনায় আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া নয়টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের মীরবাগ জুম্মাপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে করে আফসানাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রুবিনা এবং ছেলে...
নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট ডলার গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি:

নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নাটোর থানা স্বনির্ভর সমবায় সমিতি (ইউসিসিএ) সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বঙ্গজ্জল এলাকায় ইউসিসিএ এর নিজস্ব কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, ইসতিয়াক আহমেদ ডলারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার স্ত্রী আছমা আক্তার বীথি দাবি করেছেন তার স্বামী অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারের বিরুদ্ধে কোন মামলা নেই। আটকের পর পুরোনো দুটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।...