২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পরিচালিত ‘গণহত্যার’ প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ উপলক্ষে আগামী ৫ মে দেশের সব বিভাগীয় শহরে একযোগে এই কর্মসূচি পালন করবে সংগঠনটি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবির জানায়, তারা ওই দিনের সরকারি দমন-পীড়নের ঘটনার বিচার দাবি জানিয়ে এই কর্মসূচি পালন করবে। একই সঙ্গে সংগঠনটি সর্বস্তরের মানুষকে মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। news24bd.tv/তৌহিদ
নতুন কর্মসূচি দিল ছাত্রশিবির
অনলাইন ডেস্ক

খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইট থেকে বাদ ‘সন্দেহভাজন’ দুই কেবিন ক্রু
অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনবেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট থেকে শেষ মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে দুই কেবিন ক্রুকে। নিরাপত্তা শঙ্কা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এটি স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস বিভাগ। জানা গেছে, আগামী সোমবার (৫ মে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২। ফ্লাইটটিতে খালেদা জিয়া ছাড়াও তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা ভ্রমণ করবেন। এ উপলক্ষে বিমানের পক্ষ থেকে আগেই নির্ধারিত করা হয়েছিল দায়িত্বপ্রাপ্ত কেবিন ক্রুদের তালিকা। এর আগে শুক্রবার (২ মে) দুপুরে ফ্লাইটে দায়িত্ব পালনের...
রাখাইনে মানবিক করিডর দেওয়া উচিত নয়: ফরহাদ মজহার

রাখাইনে মানবিক করিডর প্রদানের বিরোধিতা করে কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজদার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সিওয়ারে জড়াতে চায়। বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের একজন মানুষ হিসেবে বলব, এ ধরনের করিডর দেওয়া উচিত নয়। শুক্রবার (২ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের প্রাসঙ্গিকতা তুলে ধরে ফরহাদ মজদার বলেন, যারা আইন বোঝে, রাজনীতি বোঝে কিন্তু দল বোঝে না, তাদের আমরা গণপরিষদ নির্বাচনে পাঠাব। তারা বসে খসড়া গঠনতন্ত্রের বিষয়ে তর্ক-বিতর্কের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি খসড়া গঠনতন্ত্র পাস করবে। তারপর গণভোট হবে। জনগণ তাতে সম্মতি দিলে তা নতুন গঠনতন্ত্র হিসেবে চূড়ান্ত হবে। সেই নতুন গঠনতন্ত্রের অধীনে নতুন সরকার গঠনের নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারকে...
‘নারী সংস্কার কমিশন বাতিলের দাবি গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী’
নিজস্ব প্রতিবেদক

নারী সংস্কার কমিশন বাতিলের দাবিকে গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী বলে মনে করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। তিনি বলেছেন, ফ্যাসিবাদ কোন দল আনে না, আনে একটা ব্যবস্থা। শনিবার (৩ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব বলেন দলটির প্রধান সমন্বয়ক মাসুদ রানা। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসার আকাঙ্ক্ষার কথা জানান তিনি। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী শাসনের একটি পর্যায়ের অবসান ঘটেছে। ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছে, কিন্তু রাষ্ট্র গঠনের প্রক্রিয়া সূচনা হচ্ছে মাত্র। সেই সূচনার কাজটি দ্রুততার সঙ্গে শুরু করা ঐকমত্য কমিশনের লক্ষ্য। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর