বলিউড অভিনেত্রী সোনম কাপুর দীর্ঘদিন ধরে অভিনয়ের পর্দায় অনুপস্থিত। ২০২২ সালে প্রথম সন্তানের জন্মের পর নিজেকে পুরোপুরি সন্তান বায়ু কাপুর ও পরিবারকে ঘিরেই সীমাবদ্ধ রেখেছেন তিনি। যদিও বড় পর্দায় নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনমের সরব উপস্থিতি নজর কাড়ে নিয়মিত। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম খোলামেলা কথা বলেন তার ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং সন্তান লালন-পালন নিয়ে। সেখানে নিজের শিক্ষাজীবনের একটি অপূর্ণতা নিয়ে আক্ষেপ করে সোনম বলেন, আমি কখনো কলেজে যাইনি। কিন্তু আমার স্বামী আনন্দ আহুজা ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হোয়ার্টন স্কুল থেকে পড়েছেন। সেখানে গিয়ে বুঝেছি কী অসাধারণ এক অভিজ্ঞতা আমি মিস করেছি। এই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে তিনি এখন থেকেই চেষ্টা করছেন তার দুই বছর বয়সী ছেলের জন্য একটি সুন্দর মানসিক...
একটাই আক্ষেপ সোনমের
অনলাইন ডেস্ক

নাটকে অশ্লীলতার অভিযোগ, সমালোচনার মুখে মুশফিক ফারহান
অনলাইন ডেস্ক

বছর কয়েক আগেও টেলিভিশন নাটকে ঝেঁকে বসেছিল অশ্লীলতা। আপত্তিকর দৃশ্য এবং অশ্লীল সংলাপে দেখা যেত নাটক। টেলিভিশন ছাড়িয়ে তা ইউটিউবেও ছড়িয়ে যেতে থাকে। যা নিয়ে বেশ আপত্তি জানিয়েছিলেন ড্রয়িংরুম মিডিয়া দর্শক। শুধু তাই নয়, এ নিয়ে তৎপর হয়েছিলেন নির্মাতা-শিল্পীরা। যার দরুণ কমে এসেছিল তা। এরপর স্বাভাবিকভাবেই আবারও সুন্দর গল্প ও নির্মাণশৈলীতে আগ্রহী হয়ে নাটকে ঝুকেছেন দর্শকরা। তবে মূলধারার নাটকে যেন আবারও ফিরছে অশ্লীলতা, তাও আবার অভিনেতা মুশফিক আর ফারহানের হাত ধরে। সদ্যই উন্মুক্ত হয়েছে মোর দ্যান লাভ শিরোনামে তার একটি নাটকের টিজার। অন্তর্জালে আসার পর ৪৮ সেকেন্ডের টিজারটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। শুধু তাই নয়, জন্ম হয়েছে নতুন বিতর্কের। টিজারে প্রকাশিত কিছু দৃশ্য অশালীন উল্লেখ করে এগুলো দেশীয় নাটকের পরিপ্রেক্ষিতে...
বিয়ের ৫ মাসেই অন্তঃসত্ত্বা শোভিতা?
অনলাইন ডেস্ক

দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ডিভোর্সের পর শোভিতা ধুলিপালার সঙ্গে গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য। নাগা এবং শোভিতার বিয়ে হয়েছিল গত বছরের ৪ ডিসেম্বর। সম্প্রতি উভয়েই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫-এ উপস্থিত হয়েছিলেন। সেখানে শোভিতার লুক দেখে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। শোভিতা সেখানে একটি শাড়ি পরেছিলেন এবং তার লুক দেখে অনুমান করা হয় যে অভিনেত্রী অন্তঃসত্ত্বা। বলা হচ্ছে, অভিনেত্রী তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর লুকানোর জন্য এমন পোশাক পরেন। তবে এ ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য নেই। অন্যদিকে, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র এই খবরকে মিথ্যা বলে উল্লেখ করেছেন। ঢিলা পোশাক পরার মানে এই নয় যে তিনি অন্তঃসত্ত্বা। এটা বেশ অদ্ভুত যে এরকম গল্প তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, নাগা এবং শোভিতার...
বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ, আয় বেড়েছে কত?
অনলাইন ডেস্ক

উপমহাদেশ তো বটেই, অন্যান্য মহাদেশেও শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশসম। সর্বশেষ বলিউড বাদশার পাঠান, জাওয়ান আয়ের দিক থেকে বলিউড রেকর্ড গড়ে। বলিউড বাদশা শাহরুখ খান অভিনয় গুণে কোটি কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়েছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতিতে ছাড়িয়ে গেছে অন্য সব তারকাদের। এ তো গেল জনপ্রিয়তার কথা। আপনি জেনে অবাক হবেন যে, সারাবিশ্বে ধনী অভিনেতাদের তালিকায় সেরা পাঁচে উঠে এসে শাহরুখের নাম। ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স নামের এক টুইটারে এই তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা শাহরুখ। তিনি রয়েছেন চার নম্বরে। প্রথম তিনে তিনজনই হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের, ডোয়াইন জনসন, টম ক্রুজ। এরপরই বাদশাহ। তার আয় ৮৭৬.৫ মিলিয়ন মার্কিন ডলার। দুই বছরে আয় বেড়েছে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। যার পরিমাণ ২০২৩ ছিল ৭৭০ মিলিয়ন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর