দক্ষিণ এশিয়ায় উত্তেজনাপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, মিয়ানমারসহ একাধিক দেশের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় (MFA)। দেশটির নাগরিকদের এসব অঞ্চলে অনাবশ্যক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সামরিক উত্তেজনা, কূটনৈতিক অস্থিরতা এবং সীমান্ত অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত সিঙ্গাপুরবাসীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয় তাদের eRegister সিস্টেমে নিবন্ধনের অনুরোধ জানিয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে...
যে কারণে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ ১১টি দেশে ভ্রমণে সতর্কতা দিলো সিঙ্গাপুর
অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যেই চীনের নতুন বার্তা
অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেই নতুন বার্তা দিয়েছে চীন। তারা জানিয়েছে, দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ যুদ্ধবিরতি। খবর আনাদোলু এজেন্সির। আজ সোমবার (১২ মে) বেইজিংভিত্তিক গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি উভয় দেশের মৌলিক এবং দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন প্রত্যাশার প্রতিফলন ঘটায়। তিনি আরও জানান, চীন এই উন্নয়নকে স্বাগত জানায় এবং সমর্থন করে। আরও পড়ুন কারা যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল, চাঞ্চল্যকর তথ্য ফাঁস ১১ মে, ২০২৫ গত এক সপ্তাহের টানা সামরিক উত্তেজনার পর শনিবার ভারত ও...
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (সোমবার) রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এ ভাষণকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই ভাষণ এমন এক সময়ে আসছে, যার কয়েক দিন আগেই দুই প্রতিবেশী দেশ একটি পারস্পরিক চুক্তির মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে। এর আগে, পাহেলগামের হামলার জবাবে ভারত অপারেশন সিন্দুর নামে একটি পাল্টা সামরিক অভিযান চালায়। মোদি ঠিক কী বলবেন, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে, তিনি চলমান পরিস্থিতি, সামরিক উত্তেজনা, এবং আগামী দিনের ভারত সরকারের কূটনৈতিক ও প্রতিরক্ষা নীতির রূপরেখা তুলে ধরতে পারেন।...
অভিবাসন নীতি কঠোর হচ্ছে যুক্তরাজ্যের
অনলাইন ডেস্ক

এবার বড় পরিবর্তন আসছে যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে। আজ সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি পরিকল্পনা প্রকাশের কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। নতুন অভিবাসন নীতি অনুযায়ীবিদেশি নাগরিকেরা আর ৫ বছর পর স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন না। নতুন নীতিতে, এখন থেকে অধিকাংশ অভিবাসীকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ১০ বছর অপেক্ষা করতে হবে। তবে, কেউ যদি প্রমাণ করতে পারেন যে তিনি দেশের অর্থনীতি ও সমাজে বাস্তব ও স্থায়ী অবদান রেখেছেন, তাহলে তিনি ১০ বছর পূর্ণ হওয়ার আগেই আবেদন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যারা নিয়মিত আয়কর দেন, ন্যাশনাল হেলথ সেন্টারে (এনএইচএস) চিকিৎসক, নার্স বা হাসপাতালের কর্মী হিসেবে কাজ করেন, বা ব্যতিক্রমী স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত আছেনতাদের জন্য এই সুযোগ থাকবে। স্থায়ী বসবাস বা নাগরিকত্ব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর