ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিককে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন আরও ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৭ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে একেএম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) পুলিশ টেলিকম, মো. ছিবগত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি, ঢাকা, গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), শিল্পাঞ্চল পুলিশ, মো. তওফিক মাহবুব চৌধুরীকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) বিপিএ, সারদা, রেজাউল করিম মল্লিককে ডিআইজি, ঢাকা রেঞ্জ ও ড. শোয়েব রিয়াজ আলমকে ডিআইজি, এসপিবিএনে বদলি/পদায়ন করা হয়েছে।...
ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন রেজাউল করিম মল্লিক
অনলাইন ডেস্ক

পুলিশের শীর্ষ পদে রদবদল, বদলি ১৫ কর্মকর্তার
অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে কর্মরত তিন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপির (এআইজিপি) চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এ পদোন্নতির মাধ্যমে নতুন করে দায়িত্ব পেয়েছেন সিআইডি, শিল্পাঞ্চল পুলিশ, পুলিশ টেলিকম এবং রাজশাহী সারদা পুলিশ একাডেমির শীর্ষ কর্মকর্তারা। বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে মোট ১৫ পুলিশ কর্মকর্তাকে নতুন স্থানে বদলি ও দায়িত্ব প্রদান করা হয়। প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের মো. ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) সিআইডি প্রধান, সিআইডির গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) শিল্পাঞ্চল পুলিশে, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) পুলিশ টেলিকমে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো....
মিয়ানমারের ফেরত গেলো বাংলাদেশে আশ্রয় নেওয়া ৪০ নাগরিক
অনলাইন ডেস্ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যসহ মোট ৪০ জন মিয়ানমার নাগরিককে আজ বুধবার (৭ মে) বিকেলে আকাশপথে ফেরত নিয়েছে মিয়ানমার জান্তা সরকার। তাদের একটি বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের ৩৪ জন সেনা ও বিজিপি সদস্য এবং সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আটক হওয়া ৬ জন মাদক ও হত্যা মামলায় দণ্ডিত আসামি। কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান জানান, দুপুর ২টার দিকে মিয়ানমারের একটি বিশেষ বিমান অবতরণ করে। পরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মিয়ানমার প্রতিনিধিদের কাছে ৪০ জন নাগরিককে হস্তান্তর করা হয়। বিজিবির কক্সবাজার রিজিয়নের...
থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
অনলাইন ডেস্ক

দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন, গণমাধ্যম, অভিভাবকসহ সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বুধবার (৭ মে) দেওয়া এক বাণীতে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করছে জেনে আমি আনন্দিত। প্রধান উপদেষ্টা বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতাজনিত দুরারোগ্য ব্যাধি। বাংলাদেশে এই রোগের বাহকের সংখ্যা অনেক। স্বামী-স্ত্রী উভয়ই থ্যালাসেমিয়ার জীনবাহক হলে সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার আশঙ্কা থাকে। তাই বিয়ের পূর্বে নারী-পুরুষ উভয়ই এই রোগের বাহক কিনা তা জেনে নেওয়া জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন তাৎপর্যপূর্ণ ভূমিকা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর