রাজবাড়ীর গোয়ালন্দে শত্রুতা করে মো. রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর বিভিন্ন প্রকারের অর্ধশত ফলের চারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের পেশকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো. রফিকুল ইসলাম ওই এলাকার মৃত ফজলুল শেখের ছেলে।সে সিঙ্গাপুর প্রবাসী। শখের বসে জমি কিনে ফলের বাগান করেছিলেন। বাগানটির দেখভাল করতেন তার ছোটভাই আলামিন হোসেন। বৃহস্পতিবার (১ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আম, জাম, লিচু, পেয়ারা, মাল্টা, কমলা, বাতাবি লেবু ও ছবেদাসহ বিভিন্ন জাতের প্রায় অর্ধ শতাধিক চারাগাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলোর বয়স ছিল দেড় থেকে দুই বছর। স্থানীয় শিমুল মোল্লা ও নয়ন শিকদার নামে দুই ব্যক্তির সাথে কথা হলে তারা বলেন, প্রবাসী রফিকুল সুন্দর মনের মানুষ। শখের বসে একটি সুন্দর...
শত্রুতা!
মিঠুন গোস্বামী, রাজবাড়ী

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ, ঢামেকে ভর্তি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় আফসার করিম প্লাজার সামনে ওই মার্কের মালিক ব্যবসায়ী মো. নান্টু দুর্বৃত্তদের ছোড়া গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ব্যবসায়ী নান্টুকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এতে তার শরীরে ২টি গুলিবিদ্ধ হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গেছে। প্রত্যক্ষদর্শী পাগলা বাজার এলাকার ফল ব্যবসায়ী উত্তম জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসেছিলাম। এমন সময় দেখলাম পাগলা বাজার আফসার করিম প্লাজার মালিক নান্টু সাহেব ঘুরে ঘুরে ফল কিনছিলেন। ফল কেনা শেষে তিনি গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাতাড়ি গুলি চালায়। গুলির সময় নান্টু সাহেব তার ব্যবহৃত গাড়িতে উঠে...
গারো পাহাড়ে অসুস্থ বন্যহাতিকে চিকিৎসা দিল বন বিভাগ
শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি পাহাড়ে নির্মাণাধীন নতুন পর্যটন এলাকার পাশে পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে ছিল এক বন্যহাতি। পরে ১০/১২ বছরের অসুস্থ ওই মাদি বন্যহাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। বৃহস্পতিবার (১ মে ) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়িপাড়া এলাকার গারো পাহাড়ের অভ্যন্তরে ওই চিকিৎসা সেবা প্রদান করা হয়। বন বিভাগ সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ি এলাকায় প্রায় শতাধিক বন্যহাতি কয়েকটি উপদলে বিভক্ত হয়ে আনাগোনা করছিল। এসব বন্যহাতি খাদ্যের সন্ধানে কখনো ধানখেতে কখনও বা লোকালয়ে হামলা করে আসছে। ফসল ও বসতবাড়ি রক্ষা করতে গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলে। আবার কেউ কেউ ধানখেতে জেনারেটর বা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে ক্ষুধার্ত হাতিগুলোকে নিভৃত করতে চেষ্টা করে। এদিকে, বন্যহাতি আক্রান্ত এলাকায় বাইরে থেকে দলে দলে লোকজন...
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. ফরিদ আলী মোল্লা (৪২) ও সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা (৫৮)। বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান। পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর