ভারতের সাম্প্রতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩১ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার (৭ মে) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানান। খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ বলেন, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন এবং গোলাবর্ষণে আরও পাঁচজন নিহত হন। সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন ৩১ জন নিরীহ বেসামরিক নাগরিক। তিনি আরও জানান, ভারতীয় হামলায় অন্তত ৫৭ জন আহত হয়েছেন এবং সীমান্তবর্তী অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। আইএসপিআর প্রধান দাবি করেন, এই হতাহতের প্রধান কারণ হলো নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর বিনা উসকানিতে ভারতের লাগাতার গুলিবর্ষণ ও যুদ্ধবিরতির চুক্তি...
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
অনলাইন ডেস্ক

পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করল ভারত
অনলাইন ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুই সপ্তাহের মাথায় সামরিক সংঘাতে জড়িয়েছে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তান। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কয়েক জায়গায় হামলা চালায় ভারত।এ হামলার ভিডিও প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। অভিযানে জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তইয়্যেবা এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারত। হামলায় প্রায় ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানানো হয়। প্রতিবেতনে বলা হয়েছে, মঙ্গলবার রাত ১টা ০৪ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত হামলা চালানো হয়। সেনাবাহিনী জানায়, প্রথম ধাপে...
‘ভারত ভেবেছিল পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে–এ জাতি সাহসী’
অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, শত্রুকে যে আঘাত দেওয়া হয়েছে, তা এতটাই গভীর যে সময়ও সেই ক্ষত সারাতে পারবে না। তিনি আরও বলেন, পাকিস্তান বিমান বাহিনীর জেট বিমানের হামলায় ভারতের বাহিনী এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তাদের ওপর এমন এক ঝড় নেমে এসেছিল আকাশে, যা তাদের চিৎকার করতে বাধ্য করেছিল। ভারতের গর্বের পাঁচটি যুদ্ধবিমান এখন শুধুই ছাই আর ধ্বংসস্তূপ। আজ বুধবার (৭ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন পাক প্রধানমন্ত্রী। শেহবাজ জানান, ভারতের কাপুরুষোচিত হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন। আমরা মাত্রই জানাজা পড়ে এলাম এক শিশু শহীদের সাত বছরের ইরতেজা আব্বাসের। তিনি বলেন, ভারতের বিমান হামলার পাল্টা জবাবে আমাদের সশস্ত্র বাহিনীকে মাত্র কয়েক ঘণ্টা লেগেছে শত্রুকে ঘায়েল করতে। প্রধানমন্ত্রী আরও হুঁশিয়ারি...
পাক-ভারত সংঘাতের সর্বশেষ যা জানা গেল
অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকে গুরুতর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। অপর দিকে রাশিয়া বলেছে- ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এ ছাড়া ইউরোপের দেশ তুরস্ক বলেছে, পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে। পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে প্রতিবেশী রাষ্ট্র ভারতের আক্রমণের ঘটনার পর থেকে এ পর্যন্ত যা ঘটেছে, তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে তুলে ধরা হলো : বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ ও ভারতের প্রায় ৩ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে। তবে পাকিস্তান বিমানবন্দর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর