যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যাপক প্রশংসা করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদকে বিশ্বের অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি মোহাম্মদ বিন সালমানের প্রশংসা করেন। এরপরই তিনি যুবরাজকে এক ব্যতিক্রমী প্রশ্ন করেন। রিয়াদের বিশ্ব ব্যবসায়িক নেতাদের এক সম্মেলনে ট্রাম্প সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসককে জিজ্ঞাসা করেন, তিনি রাতে ঘুমান কিনা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়েছে, সমালোচনা মোকাবিলা করে দেশকে শক্তিশালী ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করার জন্য সৌদি যুবরাজের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, মোহাম্মদ, তুমি কি রাতে আদৌ ঘুমাও? কীভাবে ঘুমাতে পারো তুমি? ট্রাম্প আরও বলেন, কী দারুণ কাজ তোমার! এ সময় তিনি সৌদি যুবরাজকে ইঙ্গিত করে বলেন, তিনি আমাদের অনেকের মতোই পাশ ফেরেন,...
সৌদি যুবরাজের ঘুম নিয়ে ট্রাম্পের প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক

ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা না চাইলে যা হবে, জানালো যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপের সময় তারা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস বা জঙ্গিগোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনাসে বিষয়ে কিছু প্রকাশ করা হবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস টমি পিগোট এ কথা বলেন। তিনি বলেন, আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনা নিয়ে কিছু বলব না। তবে আমরা বারবার বলেছি, ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে আমরা স্বাগত জানাই। আমরা দুই দেশের প্রধানমন্ত্রীর শান্তির পথ বেছে নেওয়ার সিদ্ধান্তকে প্রশংসা করি। আরও পড়ুন পাকিস্তানে ভারতের হামলা, স্পষ্ট বার্তা ফ্রান্সের ০৭...
গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
অনলাইন ডেস্ক

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। মিসরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। জার্মানির গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজি) গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে আজ বুধবার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে। জিএফজি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ৫২ মাইল (৮৩ কিমি)। দেশটির জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইনস্টিটিউটটি জানায়, তারা মিসরের উত্তর উপকূল থেকে ৪৩১ কিলোমিটার দূরে ৬.৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। সূত্র : রয়টার্স গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। মিসরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই...
দিলীপের বিয়ের এক মাস না হতেই, সৎ ছেলের রহস্যজনক মৃত্যু
অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার বিয়ে করেছেন একমাসও হয়নি। এর মধ্যেই রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বাইপাস লাগোয়া রাজারহাট নিউটাউনের শাপুরজি আবাসন থেকে উদ্ধার করা হয় ২৮ বছর বয়সী প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়ের মরদেহ। জানা গেছে, একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন প্রীতম। রাজারহাট নিউটাউনের টেকনোসিটি এলাকার শাপুরজি বহুজাতি আবাসনে থাকতেন। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেলে আবাসনের বাসিন্দারা বিধাননগর কমিশনারেট পুলিশকে খবর দেন। রাজারহাট নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রীতমকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা দেন। ময়নাতদন্তের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর