আমদানির নথিপত্রে অনিয়মের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ভারতের অন্তত ১৫টি আমের চালান আটকে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টাসহ বেশ কয়েকটি শহরের বিমানবন্দরে এই চালানগুলো আটকে দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বড়সড় ক্ষতির মুখে পড়লো ভারতের আম রপ্তানি। এতে এই ভারতের বিপুল পরিমাণ আমের চালান ফিরিয়ে আনতে যে পরিমাণ খরচ গুণতে হবে, তা ভেবেই ফলগুলো যুক্তরাষ্ট্রে ফেলে আসার কথা ভাবছেন রপ্তানিকারকরা। ভারতের আম রপ্তানির প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র। ফলে এই ঘটনাগুলো দুইদেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। সংবাদমাধ্যমটি বলছে, আমের পচন, ধ্বংস বা পুনঃরপ্তানির বিষয় বিবেচনা করে ব্যবসায়ীরা প্রায় ৫ লাখ ডলার ক্ষতির...
ভারতের আমের চালান বিমানবন্দর থেকে আটকে দিলো যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

‘আমরা জানি কোন পাইলট কোন হাসপাতালে, কোন বেডে শুয়ে আছে’
অনলাইন ডেস্ক

ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে নির্মম প্রতিক্রিয়া জানাবে পাকিস্তানএমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় যুদ্ধ বা সামরিক উসকানি বরদাশত করা হবে না। ভারত ইসরায়েল নয়, পাকিস্তানও ফিলিস্তিন নয়,বলেন আইএসপিআর-এর মহাপরিচালক। পাহালগামের সাম্প্রতিক হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ভারত নিজের রাজনৈতিক স্বার্থে এসব ঘটনা ব্যবহার করছে। এগুলো ভিত্তিহীন ও বিপজ্জনক কৌশল। জেনারেল শরীফ বলেন, সন্ত্রাস, চরমপন্থা ও ঘৃণার রাজনীতি এখন ভারতের অভ্যন্তরীণ সমস্যা। তিনি বলেন, ভারতের সংখ্যালঘুদেরবিশেষ করে মুসলিম ও শিখদেরউপরে নিপীড়ন দেশটির ভেতরে ক্ষোভ ও চরমপন্থা বাড়াচ্ছে।...
নতুন শর্তে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এর বিনিময়ে হামাসের হাতে থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের অর্ধেককে মুক্তি দেওয়ার শর্ত রাখা হয়েছে। স্থানীয় সময় রোববার (১৮ মে) এই খবর প্রকাশ করেছে ইসরায়েলি পাবলিক সম্প্রচার সংস্থা কান। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, শনিবার কাতারের দোহায় চলমান আলোচনার সময় এই প্রস্তাব তুলে ধরা হয়। ইসরায়েলি ধারণা অনুযায়ী, গাজায় এখনো ৫৮ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ইসরায়েলের কারাগারগুলোতে প্রায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের অনেকেই মানবেতর পরিস্থিতিতে নিযুক্ত রয়েছেনযার মধ্যে রয়েছে নির্যাতন, না খাইয়ে রাখা এবং চিকিৎসা থেকে বঞ্চিত করা, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে...
‘দুই ঘণ্টার মধ্যেই ভারতের কান্না পৌঁছেছে ওয়াশিংটনে’
অনলাইন ডেস্ক

পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল দাবি করেছেন, গত কয়েকদিনের সংঘর্ষের পর পাকিস্তান ভারতের বিরুদ্ধে এমন শক্ত প্রতিক্রিয়া জানায় যে, মাত্র দুই ঘণ্টার মধ্যে ভারতের কান্না ওয়াশিংটনে পৌঁছে গিয়েছিল। তার এই মন্তব্য সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে আসে, যেখানে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা এখনও থামেনি। রোববার (১৮ মে) পাকিস্তানের নারোওয়ালে এক উদ্ধার সেবা উদ্বোধনের অনুষ্ঠানে আহসান ইকবাল বলেন, আজকাল আমাদের নেতৃত্ব আর হামলা করবো কি নাএই প্রশ্ন তোলে না। আমরা সিদ্ধান্ত নেওয়া এবং জবাব দেওয়ার সাহস অর্জন করেছি। তিনি পাকিস্তান সেনাবাহিনীর দক্ষতা এবং সামরিক সক্ষমতা সম্পর্কে কথা বলেন, দাবি করেন, পাকিস্তানের শক্ত প্রতিক্রিয়ায় ভারতের মাল্টি-মিলিয়ন ডলারের যুদ্ধবিমানগুলো জং ধরা ধাতব টুকরোতে পরিণত হয়েছে। আহসান ইকবাল আরও বলেন,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর