২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চালানো ভয়াবহ সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে অবরোধও জারি রেখেছে। এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল মানবিক ও ত্রাণসহায়তা ঢুকতে না দেওয়ায় সেখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে।সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এমন অবস্থায় গাজার বাসিন্দাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না। এমনকি গাজায় মানবিক বিপর্যয় এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। ব্রিটিশ পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের...
গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
অনলাইন ডেস্ক

পাকিস্তানি গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেপ্তার করছে ভারত
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে গেছে। চলতি মে মাসের শুরুতে টানা চারদিন সামরিক সংঘাতে লিপ্ত হয় দেশ দুটি। তবে যুদ্ধবিরতিতে গেলেও পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে নারী-পুরুষসহ ১০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। বিবিসি ও ভারতীয় গণমাধ্যমের খবর, গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় এক ইউটিউবার, একজন ব্যবসায়ী ও এক ছাত্র রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যে অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সবথেকে বেশি আলোচনা হচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রার নাম। তিনি পর্যটন সংক্রান্ত ভ্লগ বানান। মালহোত্রা তার ট্র্যাভেল ভ্লগ বানানোর জন্য বেশ কয়েকবার পাকিস্তানে গেছেন বলে জানা গেছে। তার সর্বশেষ যাত্রাটি ছিল এ বছরেরই মার্চ মাসে। হরিয়ানা...
এবার ঈদের সম্ভাব্য তারিখ জানালো কুয়েত
অনলাইন ডেস্ক

কুয়েতে ইসলামের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজহা পালিত হবে আগামী ৬ জুন (শুক্রবার)। এই তারিখটি নির্ধারিত হয়েছে আল উজাইরি সায়েন্টিফিক সেন্টারের জ্যোতির্বিদ্যাগত পূর্বাভাস অনুযায়ী। সেন্টার জানিয়েছে, ইসলামি চন্দ্রপঞ্জির শেষ মাস জিলহজের চাঁদ উদিত হবে ২৭ মে ভোরে, যা ২৯ জিলকদ মাসের দিন। আরও পড়ুন কোরবানির ঈদ কবে, জানিয়ে দিলেন পাকিস্তানের জ্যোতির্বিদ ২১ মে, ২০২৫ তারা আরও জানিয়েছে, ২৮ মে সূর্যাস্তের পর কুয়েতের আকাশে চাঁদ ৪৩ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে। এতে ২৯ মে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। এই হিসাবে, হজের প্রধান দিন আরাফাহ দিবস হবে ৫ জুন বৃহস্পতিবার। তার পরদিন ৬ জুন ঈদুল আজহা পালিত হবে। সেন্টার আরও জানিয়েছে, ওই চাঁদ আরব ও অন্যান্য মুসলিম দেশেও ৪০ থেকে ৫৮ মিনিট পর্যন্ত দেখা যাবে, তাই ঈদের তারিখ নিয়ে একমত হওয়ার সম্ভাবনা...
কোরবানির ঈদ কবে, জানিয়ে দিলেন পাকিস্তানের জ্যোতির্বিদ
অনলাইন ডেস্ক

আগামী ৭ জুন পাকিস্তানে ঈদুল আজহা পালিত হতে পারে। কেননা আগামী ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদ ড. ফাহিম হাশমি। খবর গালফ নিউজের। তিনি জানান, ২৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স থাকবে মাত্র ১১ ঘণ্টা, যা খালি চোখে দেখার মতো যথেষ্ট নয়। তাই ওইদিন চাঁদ দেখার কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, ২৮ মে চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি, ফলে ওইদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি ২৮ মে চাঁদ দেখা যায়, তাহলে ২৯ মে হবে জিলহজ মাসের প্রথম দিন এবং ৭ জুন ঈদুল আজহা পালিত হবে। আরও পড়ুন পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য ২১ মে, ২০২৫ অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, সেখানে ঈদুল আজহা পালিত হবে ৬ জুন। তাদের হিসাবে ২৭ মে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৮ মে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর