অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে। বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টারে র্যাব ফোর্সেসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। র্যাবকে আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করতে হবে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনে কাজ করছে। আশা করি, জনগণ শিগগিরই এর সুফল ভোগ করবে। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, র্যাবকে যখন থেকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিশেষ করে...
'র্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে'
অনলাইন ডেস্ক

'সিন্ডিকেট ও চাঁদাবাজদের কাছে যেন মাথা নত না করি'
নিজস্ব প্রতিবেদক

কোরবানির পশু নিয়ে সিন্ডিকেট ও চাঁদাবাজদের কাছে যেন আমরা মাথা নত না করি, আমরা একটু শক্ত হই বলে জানিয়েছেন প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদার) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। একই সঙ্গে তিনি চাঁদাবাজি রোধে কেন্দ্রীয়ভাবে একটি হটলাইন খোলা হবে বলেও জানান। আজ বুধবার (২১ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশেষ সহকারী এ কথা বলেন। এ সভায় সভাপতিত্ব করেন- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। কোরবানির পশুর যানবাহনে চাঁদাবাজি বন্ধে সরকারের উদ্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশেষ সহকারী বলেন, আজকে এই উচ্চপর্যায়ের মিটিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র...
ঈদের ছুটিতে খোলা থাকবে সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন
নিজস্ব প্রতিবেদক

আসন্ন কোরবানির ঈদে দীর্ঘ ছুটিতে আমদানি ও রপ্তানি কার্যক্রম যেন ব্যহত না হয়, সে জন্য দেশের সকল কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। টানা দশ দিন সরকারি ছুটি থাকলেও কেবল ঈদের দিন সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে মঙ্গলবার এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের (কাস্টম ও নীতি) সই করা এক আদেশে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হল। চাঁদ দেখা সাপেক্ষে ৬ বা ৭ জুন কোরবানির ঈদ হওয়ার কথা রয়েছে। এবার ঈদ ঘিরে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।...
পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ‘ভিপি নুর’ বিশৃঙ্খলা করেছেন, ডিএনসিসির বিবৃতি
অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অভিযোগ করেছে, পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (২১ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৮ মে নুরুল হক নুর তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মোবাইলে কল করেন। প্রকৌশলী আরিফুর রহমান তাকে জানান, কোনোভাবেই আইনের বাইরে গিয়ে কাজ দেওয়া সম্ভব নয়। কিন্তু নুরুল হক কোনো ব্যাখ্যা শুনতে না চেয়ে অব্যাহতভাবে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন। ডিএনসিসি আরও জানায়, এরপর ২১ মে বিকেল ৩টার দিকে গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের সামনে গণ অধিকার পরিষদের ব্যানারে কিছু...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর