যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা কর্মসূচি বাতিলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বোস্টন ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়টি অভিযোগ করেছে, এই সিদ্ধান্ত একাডেমিক স্বাধীনতা এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন। শুক্রবার (২৩ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মামলায় হার্ভার্ড দাবি করেছে, কলমের এক খোঁচায় সরকার তাদের ছাত্রসংখ্যার এক-চতুর্থাংশ বাদ দিতে চাইছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বর্তমানে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার ৮০০, যা ২০২৫ শিক্ষাবর্ষে মোট শিক্ষার্থীর ২৭ শতাংশ। মামলার প্রেক্ষাপট তৈরি হয় যখন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ঘোষণা দেয়, তারা হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড...
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

ধর্ষণ মামলায় মুক্তি পেয়ে বিজয়োল্লাস
অনলাইন ডেস্ক

ভারতের কর্নাটকের একটি হোটেল থেকে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামি জামিন পাওয়ার পর জেল থেকে বেরিয়ে বিজয়োল্লাস করেছে। শুধু সেখানেই থেমে থাকা হয়নি। রীতিমতো শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় অভিযুক্তদের। কর্নাটকের এমনই একটি ঘটনাই সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ১৬ মাস আগে কর্নাটকের একটি হোটেল থেকে এক নারীকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। পরে পুলিশ ১৯ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ১০ মাস আগেই জামিন পায়ে যায় সেই ১২ অভিযুক্ত। জানা গেছে, আইনি গেরোয় জামিন পেয়ে যায় বাকি সাত অভিযুক্ত। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, আক্কি আলকুর শহর থেকে শুরু হয়ে প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে হাভেরিতে এসে শেষ হয় মিছিলটি। একাধিক বাইক, ছোটো গাড়িতে করে প্রায় ২০-২২ জন ডিজে বাড়িয়ে...
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত
অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে। আজ শুক্রবার (২৩ মে) স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ সম্ভাব্য তারিখ জানানো হয়। আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জিলহজ মাসের প্রথম দিন বুধবার (২৮ মে) হতে পারে। এর অর্থ হলো, তাদের গণনার ভিত্তিতে ধারণা করা যায় ঈদুল আজহা হবে ৬ জুন। আরবি ভাষার সংবাদপত্র এমারাত আল ইয়ুমকে দেওয়া এক সাক্ষাৎকারে জারওয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার (২৭ মে) সকাল ৭টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের ওপরে থাকবে ও প্রায় ৩৮ মিনিট ধরে সেখানে থাকবে। ফলে চাঁদ দৃশ্যমান হবে। এসময় তিনি আরও উল্লেখ করেন,...
গাজায় ত্রাণের ট্রাক পাহারায় থাকা ৬ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত
অনলাইন ডেস্ক

গাজায় ত্রাণবাহী ট্রাক পাহারার দায়িত্ব পালনরত অবস্থায় ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। নিহতরা একটি নিরাপত্তা দলের সদস্য ছিলেন, যারা ক্ষুধার্ত মানুষের জন্য আসা খাদ্যসামগ্রী সুরক্ষায় নিয়োজিত ছিলেন। খবর রয়টার্সের। এই ঘটনা ইঙ্গিত দেয়, ইসরায়েলের ১১ সপ্তাহের অবরোধের পরেও গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকায় খাদ্য ও ওষুধ পৌঁছাতে এখনো গুরুতর বাধার মুখে পড়তে হচ্ছে, উল্লেখ করেছে রয়টার্স। ত্রাণ সরবরাহে চ্যালেঞ্জ: ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার কেরেম শালোম সীমান্ত দিয়ে ১০৭টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে ছিল ময়দা, ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। তবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, এসব ত্রাণের একটি বড় অংশই গন্তব্যে পৌঁছানোর আগেই লুটপাটকারীদের বাধার মুখে পড়ছে, যারা অনেক সময় সশস্ত্র অবস্থায় থাকে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর