বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় সখীপুর পৌর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নেতার নাম জয়নাল আবেদীন (৫৩)। শনিবার (২৪ মে) রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় জয়নাল আবেদীন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। news24bd.tv/TR
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক

৩ সীমান্ত দিয়ে ভারত থেকে আবারও ১৫৩ জনকে পুশইন
নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক পুশইন করেছে ভারত। এবার সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের তিন সীমান্ত এলাকা দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার ভোরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর দেড়টার দিকে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, আটকদের সবাই বাংলাাদেশি। তারা দেশের বিভিন্ন জেলার নাগরিক। এ বিষয়ে বিজিবি জানায়, বিয়ানীবাজার নয়াগ্রাম সীমান্তে আটক ৩২ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৯ জন নারী এবং ১৪ জন শিশু রয়েছেন। রোববার ভোরে বিয়ানীবাজার সীমান্তের নয়াগ্রাম বিওপির আওতাধীন এলাকার দুই দেশের ৫৩৮ একর অমীমাংসিত ভূমির একটি বিলে তাদের ছেড়ে দেয় বিএসএফ। ভোরে বিজিবি টহল দল ও স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আটক করে নয়াগ্রাম প্রগতি সরকারি...
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, তালা লাগিয়ে পালায় কসাই শিপন
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় লাকী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িত একমাত্র আসামি গ্রেপ্তার করেছে পিবিআই পুলিশ। আজ রোববার (২৫ মে) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে শনিবার (২৪ মে) রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০) ফতুল্লার ইদ্রাকপুর এলাকার জালাল ভান্ডারীর ছেলে। তিনি ওই গৃহবধূর স্বামী ছিলেন। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গত ১৯ মে বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ ফজলু মিয়ার বাড়িতে পারিবারিক কলহের জেরে শিপন তার স্ত্রী লাকী আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের ভিতর রেখে তালা লাগিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত ২৪ মে ফতুল্লা...
নারায়ণগঞ্জে লেকে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের কিসমত মার্কেট সংলগ্ন ডিএনডি লেক থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৫ মে) দুপুরে এ মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এর আগে, সকালে এলাকাবাসী ডিএনডি লেকের পানিতে অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ শাহিনূর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় সনাক্ত করতে পিবিআই সদস্যরা কাজ করছেন। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। news24bd.tv/SHS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর