গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন যত পেছাবে, তত ষড়যন্ত্র হবে। তার অভিযোগ, কোনো কোনো দল ও ব্যক্তি নির্বাচন দেরিতে চাচ্ছেন। তারা মনে করছেন, দেরিতে নির্বাচন হলে দল গোছাতে পারবেন। আজ রোববার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নুর বলেন, সংস্কার বাস্তবায়নের পক্ষে, কোনো দল তো বিরোধিতা করেনি। অযথা বিএনপির মতো বড় দলকে ভিলেন বানিয়ে লাভ নেই। বর্তমানে তাদের মতো সাংগঠনিক সক্ষমতা আর কারও নেই। নির্বাচন হলে তো তারাই সরকার গঠন করবে। এ কারণেই সামাজিক মাধ্যমে দলটির বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন নুর। ড. ইউনূসের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, কোনো দল তো পদত্যাগের কথা বলেনি। বিএনপিসহ আমরা অনেক দল বলছি যে, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।...
বিএনপিকে ভিলেন বানিয়ে লাভ নেই, নির্বাচন হলে তারাই সরকার গঠন করবে: নুর
নিজস্ব প্রতিবেদক

করিডর ও বন্দর ইস্যুতে জামায়াতের অবস্থান ‘না’: ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ বাড়ানো, মানবিক করিডর এবং বন্দর ব্যবস্থাপনাএই তিনটি বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্টভাবে না। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে নির্ধারিত সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চানসেই উদ্যোগকেই সমর্থন করে জামায়াত। আজ রোববার (২৫ মে) মৌলভীবাজারের কুলাউড়ার দখিনা দাওয়া সেন্টারে চা শ্রমিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান জানান, শনিবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবেযেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং কারচুপি বা অনিয়ম থাকবে না। এই নির্বাচনের...
গ্রেপ্তারের সময় ‘জয় বাংলা স্লোগান’, উত্তেজিত জনতার জুতা নিক্ষেপ
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত এক আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার কাশিপুর ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তিনি জয় বাংলা স্লোগান দিলে জুতা ছুড়ে মারে তাকে ঘিরে রাখা উত্তেজিত জনতা। গ্রেপ্তার রজনী আক্তার তুশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। এদিকে তাকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছেন- এমন সংবাদের ভিত্তিতে একদল বিএনপি নেতাকর্মী ওই বাড়ি ঘিরে তাকে অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়। এ সময় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেন। এতে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে ও ভুয়া ভুয়া বলে...
শিবিরের নতুন কর্মসূচি ‘থিংক ব্যাক টু ৩৬ জুলাই’
অনলাইন ডেস্ক

জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার প্রত্যয়ে ২৪ থেকে ৩০ মে পর্যন্ত সপ্তাহব্যাপী একটি অনলাইন প্রচারণার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। Think Back To 36 July শিরোনামে এই ক্যাম্পেইনের মূল লক্ষ্যঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দিনগুলো স্মরণ করে দেশের জনগণের মাঝে ঐক্যের চেতনা জাগিয়ে তোলা। এই উদ্যোগের অংশ হিসেবে ছাত্রশিবির দেশবাসীকে আহ্বান জানিয়েছে- জুলাই মাসের স্মৃতিকে কেন্দ্র করে লেখা, বক্তব্য, ছবি, ভিডিও এবং অন্যান্য স্মরণমূলক কনটেন্ট সামাজিক মাধ্যমে প্রচার করে ক্যাম্পেইনে সক্রিয় অংশগ্রহণ করতে। এ উপলক্ষে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথে করণীয় নির্ধারণে এসব আলোচনা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। ছাত্রশিবিরের মতে, জুলাইয়ের ইতিহাস জাতির সংকটময় সময়ে সম্মিলিত প্রতিরোধের অনুপ্রেরণা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর