বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন-জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে চলছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় এই সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ ছাড়া বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। সকাল ১০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকেও...
বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের স্লোগানে মুখর নয়াপল্টন
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না: আমীর খসরু
অনলাইন ডেস্ক

সংস্কার বা বিচারের কথা বলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। বুধবার (২৮ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, বাংলাদেশে তারুণ্যের সুনামি হয়েছে। আজকের লক্ষ লক্ষ তরুণ একটা বার্তা দিচ্ছে, তা হলো গণতন্ত্র। আর গণতন্ত্রের পথ হচ্ছে নির্বাচন। তাই আজকে নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিচারের কথা বলে রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নাই। তিনি বলেন, বন্ধুগণ বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলে নাই। সাত বছর আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সংস্কারের কথা তুলে ধরেন। এরপর তারেক রহমানের ২৭ দফা ও ৩১ দফা সংস্কার...
টাকার জন্য মামলা বাণিজ্য শুরু করেছে একটি দল: সারজিস
অনলাইন ডেস্ক

টাকা খাওয়ার জন্য একটি দল মামলা বাণিজ্য শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এভাবে মামলা ব্যবসা চলতে দেয়া যাবে না। তিনি আরও বলেন, একটি মানুষ যদি নিরপরাধ হয়, তার বিরুদ্ধে জুলুম করা যাবে না। যারা এমন করবে, তা তাদের ওপর ফিরে যাবেযার উদাহরণ ফ্যাসিস্ট শেখ হাসিনা। আজ বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের বিভিন্ন উপজেলা সফরের দ্বিতীয় দিনে বিরল উপজেলা টেম্পুস্ট্যান্ডে আয়োজিত পথসভায় সারজিস এসব কথা বলেন। তিনি বলেন, শুধুমাত্র দেশের বড় বড় শহরে আন্দোলন করে দেশের গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে না। পরিবর্তন আনতে হলে প্রয়োজন ভালো ও বিবেকবান নেতার। আর এজন্য আগে নিজেকে বিবেকবান ভোটার হতে হবে। টাকা ও সুবিধার কাছে নিজের বিবেককে বিক্রি করে বড় দল আর মার্কা দেখে নেতা নির্বাচন করা যাবে না।...
ডিসেম্বরে নির্বাচন চাওয়া অপরাধ হলে, সেই অপরাধ আমরা বারবার করবো: সালাহউদ্দিন
অনলাইন ডেস্ক

ডিসেম্বরে নির্বাচন চাওয়া যদি অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারবার করবো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৮ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিভেদ সৃষ্টির মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি আবার নতুন করে জেগে উঠছে। সালাহউদ্দিন বলেন, আমরা নির্বাচন চেয়েছিলাম, আমরা কারও পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক করা হয়েছে। আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, যদি তা অপরাধ হয়, তা আমরা বারবার করবো। এই সরকার ইশরাকের শপথ পড়াবে এবং নির্বাচনের রোডম্যাপ দেবে। অন্যথায় যদি এই সরকারের বিরুদ্ধে জনগণকে আন্দোলনে নামতে হয় তা হবে দুর্ভাগ্যজনক। তিনি বলেন, আমাদের একমাত্র দাবি, সবার আগে বাংলাদেশ। এই তারুণ্যের শক্তিকে ধারণ করে আমরা বাংলাদেশকে শিক্ষা, শান্তি, প্রগতির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর