বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (১০ জিলহজ) শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে সরকার ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকারি চাকরিজীবীদের জন্য। বুধবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। কমিটি জানিয়েছে, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা কমিটি সভা শেষে জানায়, সন্ধ্যার পর বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের আকাশে প্রথম চাঁদের দেখা পাওয়া যায়। ফলে বৃহস্পতিবার (২৯ মে)...
যে জেলার আকাশে দেখা গেল ঈদের প্রথম চাঁদ
আগামী বৃহস্পতিবার (৭ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
অনলাইন ডেস্ক

মাদক বিক্রিতে বাধা দেওয়া নিয়ে ছাত্রদল নেতা খুন
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। তিনি ছাত্রদলের জয়পুরহাট শহর শাখা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক। আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ি জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি নুর আলম সিদ্দিক জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার বেলা সাড়ে ১২টা দিকে দুর্বৃত্তরা পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।...
ময়মনসিংহে বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিভে গেল ৩ প্রাণ
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। বুধবার (২৮ মে) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার ১ নম্বর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার পায়কুড়া বাজার এলাকার আব্দুল সোবহান (৬৫) ও তার ছেলে মো. সবুজ (৩৫), একই উপজেলার সোহাগী ইউনিয়নের দরিপাতাসি গ্রামের কহিনুর সুলতানা (৩৬)। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল বলেন, যাত্রীবাহী বিআরটিসি বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১ নম্বর মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এসময় স্থানীয়রা আহত...
ছয় কর্মকর্তা বিরুদ্ধে ঝিনাইদহে দুদকের মামলা
শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

তদন্ত শেষে নতুন বস্তার পরিবর্তে পুরানো বস্তা ক্রয়ের মাধ্যমে সরকারি ১০ লাখ ৮৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চুয়াডাঙ্গার সরকারি তিন খাদ্য কর্মকর্তা ও এক কৃষি কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ঝিনাইদহ দুর্নীতি দমন অফিস (দুদক)। বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- চুয়াডাঙ্গা সদর খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিয়ারাজ হুসাইন, চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, আলমডাঙ্গা উপজলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম, ঢাকার এমএসিএস জুট ফাইবারের স্বত্তাধিকারী মোহাম্মদ আলী হোসেন ও ম্যানেজার সোহেল রানা এবং চুয়াডাঙ্গা সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল। মামলার এজাহারে বলা হয়েছে,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর