ঝিনাইদহের মহেশপুরে আছিয়া খাতুন (১২) ও সাফিয়া খাতুন (৮) নামে দুই চাচাতো বোনের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে উপজেলার নেপা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু আছিয়া উপজেলার খোশালপুর পশ্চিমপাড়া গ্রামের শবিদুল ইসলামে মেয়ে ও ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী এবং নিহত শিশু সাফিয়া খায়রুল ইমলামের মেয়ে ও ৩য় শ্রেণির ছাত্রী। দুই স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নেপা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক জানান, সকাল সাড়ে ৮টার দিকে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে নতুন খননকৃত সাবেক ইউপি সদস্য রেজাউলের পুকুরে গোসল করতে যায়। সেসময় দুইজনে পুকুরের পানিতে নেমে তলিয়ে যায়। ওই সময় দুইজন বাঁচার জন্য একে অপরকে জড়িয়ে ধরে মারা যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।...
ঝিনাইদহের মহেশপুরে স্কুলে যাওয়া হলো না দুই বোনের
ঝিনাইদহ প্রতিনিধি

বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেস্ক

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য নারায়ণগঞ্জের কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার (২৮ মে) সকালে তিতাস গ্যাসের এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা নারায়ণগঞ্জের ভুইগড় উত্তরপাড়া, দেলপাড়া, নুরবাগ, শাহী মহল্লা, চিতাশাল, বউবাজার, পাগলা এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। বার্তায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।...
উপকূলে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সংকেত উঠলো তিনে
অনলাইন ডেস্ক

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত দুই দিন ধরে থেমে থেমে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে আজ বুধবার (২৮ মে) ভোররাত থেকে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। জেলা আবহাওয়া অফিস মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ২৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এদিকে উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বাতাসের চাপ না বাড়লেও অমাবশ্যার জোয়ের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। গত দুইদিন ধরে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্রের তীড়ে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র...
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বালু টানা ট্রলির নিচে চাপা পড়ে লিমন শেখ (৩৫) নাম ট্রলি চালক নিহত হয়েছে। আজ বুধবার সকালে কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়ায় ফিরছিলেন লিমন। এসময় কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে পৌঁছালে দ্রুত গতির কারণে ট্রলিটি সড়কের উপর উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে চালক লিমন মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার লিমনকে মৃত ঘোষণা করেন। নিহত ট্রলি চালক লিমন শেখ কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।...