খুলনায় বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতির সাবেক মহাসচিব ফরহাদ হোসেনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টার দিকে নগরীর খালিশপুর যমুনা রোডের মালা গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। ফরহাদ হোসেন উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা আকমান শেখের ছেলে এবং নগরীর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। বাকি দুজন হলেন ফরহাদ হোসেনের গাড়িচালক মো. মনিরুল ইসলাম এবং তার ম্যানেজার সোহেল। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে নগরীর খালিশপুর যমুনা ডিপো থেকে ব্যক্তিগত গাড়িতে জ্বালানি তেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন ফরহাদ ও তাঁর ম্যানেজার। এ সময়ে কয়েকটি ব্যারেলবাহী ছোট একটি পিকআপ তাদের গতিরোধ করে। পিকআপের সামনে বসে থাকা...
খুলনায় ট্যাংকলরি মালিক সমিতির নেতাসহ গুলিবিদ্ধ ৩
অনলাইন ডেস্ক

স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণ হত্যা মামলার কাওসার মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ
অনলাইন ডেস্ক

প্রেমে প্রত্যাক্ষিত হয়ে নেত্রকোণার বারহাট্টায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণ হত্যা মামলার রায়ে কাওসার মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে এ রায় দেন জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানেএ সময় রায়ে সন্তুষ্ট নিহতের পরিবারসহ রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসেম। জানা গেছে, গত ২০২৩ সনের ২ মে জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয় থেকে সহ পাঠীসহ অন্যান্যদের নিয়ে বাড়ি ফিরেছিল মুক্তি রাণী বর্মণ । এ সময় প্রেমে প্রত্যাক্ষিত হয়ে বাড়ি ফেরার পথে পথরোধ করে একই এলাকার শামছুদ্দীনের ছেলে মো. কাওসার মিয়া। ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করে মুক্তি রাণী বর্মণকে। মামলায় বিবরণে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রেমনগড় গ্রামের জেলে নিখিল চন্দ্র বর্মণের মেয়ে দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানি বর্মণকে প্রেমের...
তীব্র গরমে বেঁকে গেল রেললাইন, চালকের দক্ষতায় প্রাণে বাঁচলো যাত্রীরা
অনলাইন ডেস্ক

সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের লংলা রেলস্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন হঠাৎ বেঁকে যায়। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি রাউৎগাঁও ইউনিয়নের লংলা এলাকায় একটি জায়গায় আটকা পড়ে। চালকের দক্ষতায় বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেল পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ। তিনি বলেন, তীব্র গরমে লংলা এলাকায় বিকেলে রেললাইন হঠাৎ বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি কিছু সময় আটকা পড়ে। পরে রেলকর্মীরা পানিসহ অন্য সরঞ্জামাদি দিয়ে রেললাইন ঠাণ্ডা করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর বিকেলে ৫টার পর ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ২০ কিলোমিটার বেগে সতর্কতার সঙ্গে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে...
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক
শেরপুর প্রতিনিধি

সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা (৯০) ও তার স্ত্রী সালমা খাতুনকে (৮০) শেরপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাদের নামে কোনো মামলা নেই বলে জানিয়েছে পুলিশ। দলিল করতে এসে জনতার হাতে আটক জানা গেছে, রেজাউল করিম হীরা ব্যক্তিগত প্রাডো গাড়িতে করে স্ত্রীসহ শেরপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জমি বিক্রির দলিল করতে আসেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তাকে ঘিরে ধরেন। পরে তাকে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করে এবং পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শেরপুর সদর থানা-পুলিশ তাকে ও তার স্ত্রীকে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর