বলিউডের আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে আবারও চর্চা তুঙ্গে। কখনও বিচ্ছেদ গুঞ্জন, কখনও সম্পর্কের রসায়ন- এই জুটিকে নিয়ে আলোচনা যেন থামেই না। সম্প্রতি কফি উইথ করণ-এর একটি পুরোনো পর্বের ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই পর্বে অতিথি ছিলেন অভিষেক বচ্চন ও তার বোন শ্বেতা বচ্চন। শোর জনপ্রিয় র্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর মজার ছলে অভিষেককে প্রশ্ন করেন- স্ত্রীকে বেশি ভয় পাও, না মাকে? উত্তরে অভিষেক বলেন, মাকেই বেশি ভয় পাই। তবে সঙ্গে সঙ্গেই শ্বেতা মন্তব্য করেন, স্ত্রী! জবাবে অভিষেক হেসে বলেন, এটা আমার র্যাপিড ফায়ার, চুপ করো! সেই মুহূর্তটি নতুন করে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই মন্তব্য করছেন- অভিষেকের কথাতেই স্পষ্ট, স্ত্রী ঐশ্বরিয়াকে তিনি বেশ ভয়ই পান! এদিকে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান-এ এবারও নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন।...
মায়ের থেকেও ঐশ্বরিয়াকে বেশি ভয় পায় অভিষেক, শ্বেতার মন্তব্য ভাইরাল
অনলাইন ডেস্ক

সজল-বুবলীর শুটিংয়ে বন্যহাতির আক্রমণ
অনলাইন ডেস্ক

শাপলা শালুক নামে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ চলছে। যেখানে রয়েছে বন্যহাতির অনেক আনাগোনা। ফলে শুটিংয়ের লোকেশনে বন্যহাতির আক্রমণ হয়েছে। বুবলী জানান, শেরপুরের নালিতাবাড়ির লোকেশনে আগে কখনও শুটিং করেননি তিনি। বললেন, দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে। শুটিংয়ের লোকেশনে বন্যহাতির আক্রমণ হয়েছে জানিয়ে অভিনেতা সজল বললেন, গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে। গতকাল আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে...
মারা গেলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী রিক ডেরিঞ্জার
অনলাইন ডেস্ক

বিশ্ববিখ্যাত রক গায়ক ও গিটারিস্ট রিক ডেরিঞ্জার আর নেই। সোমবার (২৬ মে) ফ্লোরিডার ওর্মন্ড বিচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার তত্ত্বাবধায়ক টনি উইলসন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রক গায়কের মৃত্যু সংবাদ জানিয়ে টনি উইলসন বলেন, রিকের জীবন ছিল সঙ্গীত, তিনি তার প্রতিভা ও উদ্যম দিয়ে লক্ষ শ্রোতার হৃদয় জয় করেছেন। তার মৃত্যুতে আমরা এক প্রকৃত শিল্পীকে হারালাম। মাত্র ১৭ বছর বয়সে দ্য ম্যাকয়েস ব্যান্ডের মাধ্যক্মেয হ্যাং অন স্লুপি গানটি গেয়ে বিশ্ববাসীর নজর কাড়েন রিক। তার একক গান রক অ্যান্ড রোল, হুচি কু দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি । বনি টাইলারের বিখ্যাত গান টোটাল একলিপস অব দ্য হার্ট-এ গিটার সোলো বাজিয়েছিলেন তিনি। এছাড়া, নিজের দীর্ঘ ক্যারিয়ারে স্টিলি ড্যান, কিস, টড রুন্ডগ্রেন, বারব্রা...
ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা
অনলাইন ডেস্ক

ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। লিভার ক্যানসারে আক্রান্ত তিনি। দ্বিতীয় ধাপে তার ক্যানসার ধরা পড়েছে। ইনস্টাগ্রামে তার শারীরিক অবস্থার কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন তিনি। দ্বিতীয় ধাপে দীপিকার ক্যানসার ধরা পড়েছে। দীপিকা কক্কর জানান, বিগত কয়েক সপ্তাহ তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে একটি ছিল। ঘটনার ধারাবাহিকতা তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, আপনারা সবাই জানেন যে গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল আমার পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যাই তারপর তারা লিভারে টেনিস বলের আকারের একটি টিউমার খুঁজে পায় এবং এখন টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসার)। চিকিৎসকরা এই টিউমারের দ্রুত অস্ত্রোপচার করতে বলেছেন বলেও জানান অভিনেত্রী। দীপিকা বলেন, আমি ইতিবাচক এবং দৃঢ় প্রতিজ্ঞ যে আমি এর মুখোমুখি হব এবং আরও শক্তিশালী হয়ে বের হতে পারব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর