নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাইদুল হক (৬২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৮ মে) সন্ধ্যার পর গোপালদী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাইদুল হক বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুরা গ্রামের মৃত হাবিবুল্লাহের ছেলে। আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমিনুল হক জানান, গ্রেপ্তারকৃত ছাইদুল হক আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। news24bd.tv/আইএএম
আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

হাটের দখল নিতে সংঘর্ষে যাওয়াই কাল হলো কদম আলীর
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর হাটের আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় কদম আলী মণ্ডল (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের নান্নু শেখের ছেলে লিমন শেখ (১৮), ঘোড়ামারা গ্রামের আবদুর রাজ্জাক ফকিরের ছেলে সোহাগ ফকির (২০), মিয়াপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে রাজীব শেখ (২৫) ও একই গ্রামের ফুয়াদ মিয়ার ছেলে মিজান মিয়া (১৮)। এর আগে গত রোববার (২৫ মে) দুপুরে সোনাপুর বাজারে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে কদম আলীর দুই হাত ও পা মারাত্মক জখম করে।পরিবারের লোকজন প্রথমে ফরিদপুর পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি...
সাতক্ষীরায় কৃষককে পিটিয়ে হত্যা
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় পূর্বশত্রুতার জেরে মকছেদ আলী শেখ (৫৬) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ শে মে) বেলা সাড়ে তিনটার দিকে তালার হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও তালা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় এলাকার সাবেক ইউপি সদস্য জানান, নিহত মকছেদ আলীর শেখের একমাত্র ছেলে হুমায়ন শেখ এর নামে তার দাদা মৃত ওমর আলী শেখ বাস্তভিটা হতে ১৫ শতক জমি দানপত্র দলিল করে দেন। এই আক্রোশে নিহতের দুই ভাই শহিদুল শেখ ও মুনছুর শেখ তাদের ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মামলা মোকাদ্দমা দিয়ে হয়রানী করে আসছিলেন। নিহতরা পাঁচ ভাই পৈত্রিক সূত্রে ৮-১০ বিঘা জমি প্রাপ্ত হন। কিন্তু নিহত মকছেদ শেখের মাত্র দেড় বিঘা জমি দেওয়া হয়। এ বিবাদ নিয়ে স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যান ও মেম্বার বারংবার সালিসি বৈঠক করলেও তা মেনে নেননি ওই দুই ভাই। তালা...
কলেজে ঘুরছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ধরে পুলিশে দিলো ছাত্রদল
অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের কাজীপুরে শাহীন রেজা (২২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বুধবার (২৮ মে) দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। এরপর তাকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত শাহীন রেজা উপজেলার তেকানী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ওই ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের ওই নেতাকে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে থানায় সোপর্দ করেছিলেন। পরে আমরা তাকে কাজীপুর থানায় পাঠিয়েছি। ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, শাহীন রেজা জুলাই-আগস্টের আন্দোলনকে দমন করতে ছাত্র-জনতার ওপর আক্রমণ চালিয়েছিল। তিনি স্বৈরাচার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর