জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংশোধিত দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প (আরডিপিপি) অনুমোদন পেয়েছে। আজ বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের সরকারি আদেশ (জিও) আজ বুধবার (২৮ মে) ইস্যু করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন ও যুগান্তকারী অগ্রগতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দীর্ঘপথে নিরলস সমর্থন দিয়ে যাওয়ায় সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছে। বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ, বিশেষত করে শিক্ষা, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সার্বিক সহযোগিতার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করছে। দ্বিতীয় ক্যাম্পাসের...
অনুমোদন পেলো জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প
অনলাইন ডেস্ক

শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি নিয়ে নতুন তথ্য
অনলাইন ডেস্ক

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এখানে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির ভিন্নতা রয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি শুরু হবে ১ জুন। আবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে যাবে ৩ জুন থেকে। কারও ছুটি ২৫ আবার কারও ১০ দিন বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে জানা গেছে, এবার সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন মাদরাসার শিক্ষক্ষ-শিক্ষার্থীরা। আর সবচেয়ে কম ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু ৩ জুন। আবার বিদ্যালয় খুলবে ২৩ জুন। অর্থাৎ ২১ দিন ছুটি থাকবে প্রাথমিক বিদ্যালয়।...
ঢাবি উপাচার্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড, টাকা দাবি
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (০১৭১১৫৪৯৩৬১) হ্যাকড করা হয়েছিল। হ্যাকিংয়ের পর একটি প্রতারক চক্র উপাচার্যের নাম ও পরিচয় ব্যবহার করে তার পরিচিতজনদের কাছে অর্থ চাওয়ার অপচেষ্টা চালায়। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট নম্বরটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর ২০৫৪। উপাচার্যের ব্যক্তিগত মোবাইল নম্বরটি নিরাপদ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলকে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কেউ যদি এ ধরনের কোনো সন্দেহজনক বার্তা বা যোগাযোগের সম্মুখীন হন তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী...
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা যেসব কারণে বাতিল হতে পারে
অনলাইন ডেস্ক

উচ্চ শিক্ষার জন্য অনেকের প্রথম পছন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের দেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম আপাতত স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে এবং পরবর্তীতে এর পদক্ষেপ কেমন হতে পারে এ সংক্রান্ত তথ্য ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে। শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ওই ঘোষণায় লেখা হয়েছে, আপনারা যদি কোর্স থেকে ঝরে পড়েন, ক্লাসে অনুপস্থিত থাকেন বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান, তাহলে আপনাদের শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। আপনারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার অযোগ্য হয়ে পড়তে পারেন। এতে আরও বলা হয়, যেকোনো সমস্যা এড়াতে আপনার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর