বাংলাদেশ ব্যাংকে ছবি টেম্পারিং করে একজনের বদলে আরেকজনের চাকরি করার চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে। দীর্ঘ এক যুগ ধরে প্রতারণা করে চাকরি করার পর তদন্তে সত্যতা মিললে সম্প্রতি সেই নিয়োগ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে, মো. আব্দুল ওয়ারেছ আনসারী নামে একজন ব্যক্তি ২০১৩ সালে সহকারী পরিচালক (প্রথম শ্রেণির কর্মকর্তা) পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, তিনি চাকরির জন্য কোনো পরীক্ষাই দেননি। মূল পরীক্ষার্থী ছিলেন তার আত্মীয়, আর পুরো বিষয়টি চাচার সহায়তায় ছবি টেম্পারিং ও জালিয়াতির মাধ্যমে করা হয়। এরইমধ্যে দুটি পদোন্নতি পেয়ে হয়েছেন যুগ্ম-পরিচালক। তবে শেষ রক্ষা হয়নি। একটি মামলায় পুলিশি তদন্তে ধরা পড়ার পর বুধবার (২৮ মে) তার নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। আর তার চাচা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহজাহান মিঞাকে সাময়িক...
ছবি বদলিয়ে এক যুগ ধরে বাংলাদেশ ব্যাংকে চাকরি, অবশেষে ধরা
অনলাইন ডেস্ক

অনলাইনে জুয়া রোধে এআই ব্যবহারের নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
অনলাইন ডেস্ক

দেশজুড়ে অনলাইনভিত্তিক জুয়া কার্যক্রম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তা সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধির আশঙ্কাজনক উৎস হয়ে উঠেছে। এ অবস্থায় এই অপতৎপরতা নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এসব লেনদেন শনাক্ত ও পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। বুধবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, অনলাইন জুয়া সংশ্লিষ্ট কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহকের...
কাল যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
অনলাইন ডেস্ক

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) ১২ ঘণ্টা সাভারের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৮ মে) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সাভার ক্যান্টনমেন্ট এবং নবীনগর থেকে চক্রবর্তী মোড় পর্যন্ত এলাকায় রাস্তার পূর্ব পাশে এবং নবীনগর হতে বংশী নদী পর্যন্ত এলাকায় পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া সাভার এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।...
রিপনুল হাসানের মুক্তির দাবিতে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক

সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বাজুসের সহ-সভাপতি রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়, সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২৯ মে) থেকে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। উল্লেখ্য, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতীবাজার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয় বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর