বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে তিনি এ আহ্বান জানান। নির্বাচন অবশ্যই প্রয়োজন এ কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেছেন, নির্বাচিত সরকার থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো না। মির্জা আব্বাসের দাবি, দেশের মানুষকে অবজ্ঞা করেছে অন্তর্বর্তী সরকার। সরকারে যারা আছেন, তাদের নব্বই ভাগ এই দেশের নাগরিক নন। এ সময় ড. মুহাম্মদ ইউনূসের সরকারের সময় শেষ বলে মন্তব্য করেছেন তিনি। মির্জা আব্বাস বলেন, ৯ মাসে নির্বাচন দিতে পারেনি, পারবেও না। সময় শেষ, আপনারা আপনাদের ব্যবস্থা নিন। একটি অংশ আজকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না। আরও পড়ুন...
‘মানচিত্র পরিবর্তন করতে চাইলে ব্যাখ্যা দিন’
নিজস্ব প্রতিবেদক

তারুণ্যের সমাবেশে হাত নেড়ে তারেক রহমানের অভিবাদন
নিজস্ব প্রতিবেদক

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশের শুরুতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান। প্রতিউত্তরে নেতাকর্মীরা স্লোগান তুলে তাকে বরণ করে নেন। বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়। পরে একে একে বক্তব্য রাখা শুরু করেন কেন্দ্রীয় নেতারা। এর আগে, সকাল থেকেই ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ব্যানার, আবার কারও হাতে ফেস্টুন দেখা যায়। কেউ কেউ আবার নেচে-গেয়ে স্লোগানে-স্লোগানে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করেন। জানা গেছে, তারুণ্যের...
বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের স্লোগানে মুখর নয়াপল্টন
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন-জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে চলছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় এই সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ ছাড়া বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। সকাল ১০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকেও...
নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না: আমীর খসরু
অনলাইন ডেস্ক

সংস্কার বা বিচারের কথা বলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। বুধবার (২৮ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, বাংলাদেশে তারুণ্যের সুনামি হয়েছে। আজকের লক্ষ লক্ষ তরুণ একটা বার্তা দিচ্ছে, তা হলো গণতন্ত্র। আর গণতন্ত্রের পথ হচ্ছে নির্বাচন। তাই আজকে নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিচারের কথা বলে রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নাই। তিনি বলেন, বন্ধুগণ বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলে নাই। সাত বছর আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সংস্কারের কথা তুলে ধরেন। এরপর তারেক রহমানের ২৭ দফা ও ৩১ দফা সংস্কার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর