‘প্রতিশোধ হবে উপযুক্ত সময় ও স্থানে’

অনলাইন ডেস্ক

জেনারেল কাসেম সোলাইমানি নিহতের ঘটনায় বিভিন্ন দিক খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে জরুরি বৈঠক করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার এটা জেনে রাখা উচিত এতবড় অপরাধযজ্ঞ চালিয়ে পশ্চিম এশিয়ায় তারা সবচেয়ে বড় কৌশলগত ভুল করেছে। এতো সহজে তারা এই ভুলের পরিণতি থেকে রেহাই পাবে না। ‌

‘উপযুক্ত সময়ে ও উপযুক্ত স্থানে আমেরিকার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে আরো বলা হয়েছে, সোলাইমানিকে হত্যার মাধ্যমে আইএস সন্ত্রাসীদের পতন ও তাদের শীর্ষ নেতাদের নিহত হওয়ার প্রতিশোধ নেওয়া হয়েছে। যারা ইরাক ও সিরিয়ায় মার্কিন হাতিয়ার হিসেবে ব্যবহৃত হত।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক সমাবেশে ইরাকের সাম্প্রতিক গোলযোগে ইরানের হাত থাকার মার্কিন অভিযোগ ও ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের হুমকির কথা উল্লেখ করেন।

তিনি বলেছেন, সবারই এটা জেনে রাখা উচিত ইরান যুদ্ধের পথে হাঁটছে না কিন্তু কেউ যদি আমাদের স্বার্থ, সম্মান ও উন্নতির পথে বাধা  হয়ে দাঁড়ায় তাহলে কোনো বিচার বিবেচনা ছাড়াই কঠোরভাবে তাদের মোকাবেলা করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর