শুভ বড়দিন আজ

শুভ বড়দিন আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ২৫ ডিসেম্বর। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট।

খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটে।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মালম্বীরা।


আরও পড়ুন: আলিবাবা’র বিরুদ্ধে তদন্ত শুরু


আজ সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।

বড়দিন উপলক্ষে গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

দিনটি উপলক্ষে অনেক খ্রিস্টান পরিবারে কেক তৈরি হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন। দেশের অনেক অঞ্চলে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসরও বসবে।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর