আওয়ামী লীগে পদ পেলেন শোবিজের এক ঝাঁক তারকা

(বাঁ-দিক থেকে) সংগীত শিল্পী রফিকুল আলম, অভিনেতা আজিজুল হাকিম, সংগীত শিল্পী শুভ্রদেব, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, জায়েদ খান ও নাট্য অভিনেতা আহসানুল হক মিনু

আওয়ামী লীগে পদ পেলেন শোবিজের এক ঝাঁক তারকা

অনলাইন ডেস্ক

দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের পদ পেলেন দেশের শোবিজের এক ঝাঁক তারকা। তাদের কেউ চলচ্চিত্র অভিনেতা, কেউ নাটকের অভিনেতা, আবার কেউবা গায়ক।

গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন তারা। ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২০১৯-২১ মেয়াদের সেই কমিটিতে শোবিজ দুনিয়া থেকে আছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, জায়েদ খান, হারুনুর রশিদ, আহসানুল হক মিনু, সংগীতশিল্পী রফিকুল আলম এবং শুভ্র দেব।

ব্যবসায়ীর ২ লাখ ৮০ হাজার টাকা কেড়ে নিল পুলিশ

চীনের বন্দরে ৮ মাস জাহাজে ‘বন্দিজীবন’ কাটাচ্ছেন ২৩ ভারতীয় নাবিক

গাজীপুরে ভাগ্নিকে যৌন হয়রানির অভিযোগে মামা আটক

সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট নাট্যনির্দেশক মঞ্চসারথী আতাউর রহমান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

news24bd.tv নাজিম