‘কৌশলে জাতিকে ঘুম পাড়িয়ে রেখেছে ক্ষমতাসীনেরা’

তৌহিদ শান্ত

নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, লোভ এসব কৌশলে জাতিকে ঘুম পাড়িয়ে রেখেছে ক্ষমতাসীনেরা। এ কথা বলছেন বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি নুরুল আমিন ব্যাপারী।  

কিন্তু ঘুমন্ত এই জাতিকে জাগানোর ক্ষমতা নেই এ সময়ের এই বিএনপি বা সরকার বিরোধী অন্যদলগুলোর।  

বলছেন, অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক আমলা, বুদ্ধিজীবীদের নিয়ে পরিষদ গঠন করে আন্দোলনের কৌশল বদলাতে হবে।

নিউজ টোয়েন্টিফোরের সঙ্গে একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।  

বি চৌধুরীর বিকল্পধারা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী আরেকটি বিকল্পধারা গঠন করেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে, যোগ দেন জাতীয় ঐক্যফ্রন্টে।


পুলিশকে পরিচ্ছন্ন করতে চাই: আইজিপি

নিজ ঘরে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনের আহ্বান র‍্যাবের 

বেশিরভাগ মেগা প্রকল্পই কাজের গতি ধরে রাখতে ব্যর্থ হয়েছে


এই জোটটি ফলাফল বিবেচনায় নির্বাচনে ধরাসায়ী হলেও তিনি মনে করেন তারা অংশ নিলেন বলেই ভোটাররাই এখন রাতের নির্বাচনের জ্বলন্ত প্রমাণ।

বলছেন, দুর্নীতি রুখতে যেকোন সময় পুরো জাতিই জেগে উঠবে।

অন্য বিরোধী দলগুলোর প্রতি বলতে চান, বুদ্ধিজীবীদের সঙ্গে আন্দোলনের সংযোগ না ঘটালে গণতন্ত্র ফেরাতে কষ্ট হবে।

এই শিক্ষক মনে করেন রাজনীতিতে লোভ ও লাভের আশা প্রকট হওয়ায় ক্ষয় হচ্ছে নৈতিকতা, বাড়ছে অবক্ষয়।

news24bd.tv নাজিম