বোয়িং 737 ম্যাক্স আবারো উড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

মারাত্মক দুটি বড় দুর্ঘটনার পর বিশ্বজুড়ে প্রায় দুই বছর ধরে গ্রাউন্ডেড ছিল বোয়িং 737 ম্যাক্স মডেলের উড়োজাহাজগুলো। তবে ডিসেম্বরের শুরুর দিকে অনুমোদনের পর এ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট শুরু করে ব্রাজিলের গোল এয়ারলাইন্স। দীর্ঘ বিরতির পর চলতি সপ্তাহে ওই মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট শুরু হয়েছে যুক্তরাষ্ট্রেও।

মঙ্গলবার উড়োজাহাজটি পরিষেবায় ফিরে আসা আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইট প্রায় ১০০ জন যাত্রী নিয়ে মায়ামি থেকে নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

যদিও প্রাথমিকভাবে শংকায় থাকার কথা স্বীকার করেছেন বেশ কয়েকজন যাত্রী। তবে আড়াই ঘণ্টা যাত্রার পর নিরাপদ অবতরণে স্বস্তির নিশ্বাস ফেলেছেন তারা। এক ঘণ্টা পর আবার মায়ামিতে ফিরতি ফ্লাইটে ১৭২ আসনের সব টিকেটই বিক্রি হয়ে গিয়েছিলো বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।


‘জেনারেল সোলাইমানি হত্যায় আরও চাঞ্চল্যকর তথ্য’

‘অনেক ভেবে বুঝেছি- আমাকে আমি অনেক আগেই হারিয়েছি’

রিছাং ঝরনায় পা পিছলে পড়ে ২ পর্যটকের মৃত্যু

স্বামীর 'গোপন অঙ্গ' কেটে বিচ্ছিন্ন করল স্ত্রী!

টয়লেটে যাওয়ার কথা বলে নববধূ উধাও


news24bd.tv / কামরুল