সুন্দরবনে হরিণ শিকারের ৩শ’ ফাঁদসহ আটক ৪

সুন্দরবনে হরিণ শিকারের ৩শ’ ফাঁদসহ আটক ৪

Other

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডের পক্ষিরদিয়া চর থেকে ২টি ট্রলার ও হরিণ শিকারের ৩০০ ফাঁদসহ ৪ জন চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগ।

আটক চোরা শিকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আটক চোরা শিকারীরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার সোনাতলা গ্রামের আব্দুর রহিম শিকদার (৪০), একই গ্রামের মো. ফরহাদ শিকদার (২১), এই উপজেলার সকিনা গ্রামের মো. এনায়েত মুসল্লী (৩৭) ও মো. আউয়াল হাওলাদার (২০)।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডের বনরক্ষীরা বুধবার রাতে নিয়মিত টহল দেওয়ার সময় পক্ষিরদিয়া চরে ২টি ফিশিং ট্রলার দেখতে পায়।

এসময়ে ওই ট্রলার দুটিতে তল্লাশী চালিয়ে হরিণ শিকারের ৩০০ ফাঁদসহ ৪ জন চোরা শিকারীকে আটক হয়। বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দিয়ে আটক চোরা শিকারীদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

news24bd.tv তৌহিদ