পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষেপে গেলেন সিএনএন’র সাংবাদিক

পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষেপে গেলেন সিএনএন’র সাংবাদিক

অনলাইন ডেস্ক

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র নিউজ অ্যাঙ্কর বিয়ানা গোলোদ্রায়গা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে ইহুদি-বিরোধী বলে অভিযোগ করেছেন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সর্বসাম্প্রতিক আগ্রাসনের ক্ষেত্রে মিডিয়া যুদ্ধে তেল আবিব হেরে গেছে বলে মন্তব্য করার পর সিএনএন’র ওই সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

গতকাল (শুক্রবার) সিএনএন-কে দেয়া লাইভ সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন,  ইসরাইলি নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং এসব গণমাধ্যমের সাথে ইসরাইলের প্রভাবশালী সম্পর্ক রয়েছে।  

তিনি বলেন, “গণমাধ্যমের সঙ্গে ইসরাইলের প্রভাবশালী সম্পর্ক থাকার পরেও তারা মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে।

স্রোত এখন ইসরাইলের বিপরীতে। ”

ইরান ভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

প্রতিবেদনটিতে বলা হয়, শাহ মেহমুদ কোরেশির এমন বক্তব্যের পর বিয়ানা গোলোদ্রায়গা কোরেশিকে ইহুদি-বিরোধী বলে অভিযুক্ত করেন। বিয়ানা গোলোদ্রায়গা নিজেও একজন ইহুদি নাগরিক।

বিয়ানা গোলোদ্রায়গা পরে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারের কয়েকটি ভিডিও ক্লিপ টুইটার পোস্টে শেয়ার করেছেন। তবে বহু সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেকে সমর্থন করে তার পাশে দাঁড়িয়েছেন।

news24bd.tv নাজিম