চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত কমল

চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত কমল

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে। এসময় করোনা সংক্রমণ কিছুটা কমেছে। নতুন করে ৪৬৬ জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৯ দশমিক ৯৭ শতাংশ।

এদিনে সুস্থতার সংখ্যাও তুলনামূলক বেশি, ৪০৯ জন। সর্বশেষ মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ১১৬। তাদের মধ্যে শহরের ৬৪৬ জন ও গ্রামের ৪৭০ জন।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার অ্যান্টিজেন টেস্ট ও নয় ল্যাবে চট্টগ্রামের ২ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

নতুন শনাক্ত ৪৬৬ জনের মধ্যে শহরের বাসিন্দা ২৯৭ জন এবং তেরো উপজেলার ১৬৯ জন।

চট্টগ্রামে সুস্থতার ছাড়পত্র নিয়েছেন ৫৯৩ জন। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৬০ হাজার ৯৩৪ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ৮ হাজার ৭৬৬ জন এবং হোম আইসোলেশেনে থেকে চিকিৎসায় সুস্থ হন ৫২ হাজার ১৬৮ জন। হোম আইসোলেশনে নতুন যুক্ত হন ৩৭৯ জন ও কোয়ারেন্টাইন ছাড়পত্র নেন ৪০৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৪২২ জন।

NEWS24.TV / কামরুল