উৎসবের আগুনে যার ক্ষতি হয়েছে সেই বুঝেন কতটা কষ্ট!

জাহিদুর রহমান

উৎসবের আগুনে যার ক্ষতি হয়েছে সেই বুঝেন কতটা কষ্ট!

জাহিদুর রহমান

আবাসিক ভবনগুলোতে কত হার্টের রোগী, বিকট শব্দ বোমায় তাঁদের মৃত্যু পর্যন্ত হতে পারে। গভীর রাতে ফানুস থেকে আগুন ধরেছে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়। আগুনের লেলিহান শিখায় যার ক্ষতি হয়েছে- তিনি বুঝেন কতটা কষ্ট।

বাতাসে ফানুস ও আতশবাজি থেকে কেমিক্যালের ভয়ঙ্কর বিষ ছড়িয়ে পড়লো।

পাখির ওড়ার জন্য আকাশ দিয়েছেন বিধাতা। কিন্তু আকাশে তো আগুন। বিভীষিকাময় এমন ভয়ঙ্কর শহর ছেড়ে যে পাখি একবার চলে গেছে সে কী আর ফিরে আসবে?

এখনো এই শহরে বহু প্রজাতির প্রাণী বাস করে, আমাদের আনন্দের কারণে তাদের কত বড় ক্ষতি হয়ে গেল- তা একবার ভেবে দেখেছি? উৎসব হোক পরিবেশবান্ধব।

(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব।

এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

আরও পড়ুন


শূন্য ভোট পাওয়া প্রার্থী বললেন নিজের ভোট ভাইকে দিয়েছি

news24bd.tv এসএম