শাবিপ্রবি: অনশনের চতুর্থ দিনে ১৬ শিক্ষার্থী হাসপাতালে

ফাইল ছবি

শাবিপ্রবি: অনশনের চতুর্থ দিনে ১৬ শিক্ষার্থী হাসপাতালে

অনলাইন ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরত ২৩ শিক্ষার্থীর ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৯ জন মেয়ে ও ৭ জন ছেলে।  

বাকি শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অনেকটা দুর্বল হওয়ায় প্রায় সবাইকেই স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থী তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অসুস্থ ১৬ জনের মধ্যে ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ৩ জনকে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও ৩ জনকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন:

ভোটিং মেশিন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

আদালতের সামনে মেয়ের ধর্ষককে গুলি করে হত্যা!

ইরাকে ঘুমন্ত অবস্থায় থাকা ১১ সেনাকে হত্যা!


বুধবার (১৯ জানুয়ারি) বিকেল থেকে এক দফা দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন ২৪ জন শিক্ষার্থী। পরে বৃহস্পতিবার দুপুরে একজন পারিবারিক সমস্যার কারণে বাড়িতে চলে যান।

news24bd.tv/ নাজিম