ইউক্রেনের দুই শহরে আটকে পড়েছে ১০ বাংলাদেশি 

অনলাইন ডেস্ক

ইউক্রেইনের দুই শহরে আটকে পড়েছে ১০ বাংলাদেশি। দুই শহর মারিওপোল ও সুমিতে তারা আটকা পড়েছেন। শনিবার দুপুরে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সেখানকার পরিস্থিতি খুব কঠিন।

এই ১০ বাংলাদেশিকে শহর দুটি থেকে সরিয়ে নিতে চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি।  

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে পশ্চিম সীমান্ত থেকে হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পোল্যান্ডে ঢুকছেন অনেকেই। ওই সীমান্তের রুমানিয়া ও মলদোভা সীমান্তেও যাচ্ছেন শরণার্থীরা।

এরমধ্যে বন্দর নগরী মারিওপোল রুশ সামরিক অভিযান শুরু পর থেকে অনেকে পালিয়ে গেলেও সেখানে আটকা পড়েছেন ২ বাংলাদেশি।

যুদ্ধ চলছে আরেক শহর খারকিভে। তার পাশের শহর সুমিতে বৃহস্পতিবার গোলাবর্ষণের খবর মিলেছে। সেখানে আটকা পড়েছেন অন্তত ৮ বাংলাদেশি।

আটকেপড়া ১০ বাংলাদেশির নাম পরিচয় জানা যায়নি এখনও। শনিবার দুপুরে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা নিউজ টোয়েন্টিফোরকে জানান, তাদের নিরাপদে আনতে কাজ করছেন তারা।

স্থানীয়দের হিসাবে ইউক্রেনে কয়েক হাজারের মতো বাংলাদেশি রয়েছেন। সেখানে বাংলাদেশের দূতাবাস না থাকায় গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর তারা বিপাকে পড়েন।

news24bd.tv/আলী