আবারও শিক্ষার্থী নির্যাতনে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়

নিজস্ব ছবি

আবারও শিক্ষার্থী নির্যাতনে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় নির্যাতনকারীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান, বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেছে সহপাঠি শিক্ষার্থীরা।

এরপর দুপুরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে ঘন্টাব্যাপী অবস্থান ও টায়ারে আগুন ধরিয়ে অগ্নিসংযোগ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা অভিযোগ করেন গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী সাগর চন্দ্র দে’কে র‌্যাগিংয়ের নামে নির্যাতন করে আহত করেছে চারুকলা বিভাগের তিন শিক্ষার্থী। র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থী সাগর চন্দ্র দে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়ে এখন ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছেন।

এর আগে ছাত্রলীগ না করার অভিযোগে (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ওয়ালিদ নিহাদকে নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কারসহ আরও ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তির সুপারিশ করা হয়েছে। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়টিতে আবারও শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটল।

news24bd.tv/এমি-জান্নাত