বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বাজারে নিত্যপণ্যের যথেষ্ট পরিমাণ মজুদ আছে। শুধুমাত্র ব্যবসায়ীরা যদি পণ্য মজুদ করে না রাখে তাহলে আসছে রমজান মাসে খাদ্য পণ্যের কোনো সমস্যা হবে না।
আজ সোমবার এসব কথা বলে মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাজারে পণ্যের যথেষ্ট পরিমাণ মজুদ আছে।
মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা যাতে খাদ্য মজুদ করে রাখতে না পারে এবং সরবরাহের ঘাটতি যেন না হয় সেটা মনিটরিং করার জন্য কাজ করছে বানিজ্য মন্ত্রণালয়।
কেউ যেন বেশি পণ্য কিনে মজুদ করে না রাখে সেজন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এই মুহুর্তে জিনিসপত্রের দাম কমানোর উপায় একটাই, তা হলো টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করা। তবে সেটার জন্য চেষ্টা করছে সরকার। রমজানে এক কোটি মানুষকে টিসিবির আওতায় আনা হবে বলেও জানান টিপু মুনশি।
এদিকে, নিউজ টোয়েন্টিফোরকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি জানিয়েছেন, ভোজ্যতেলের আমদানিতে শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
news24bd.tv রিমু