রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ৪১ সদস্য গ্রেপ্তার
রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ৪১ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ৪১ সদস্য গ্রেপ্তার

মাসুদা লাবনী

রাজধানীর মুগদা, খিলগাও, রামপুরা ও ডেমরা এলাকা থেকে ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ৪১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৩।

গতকাল শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত মোট ৬টি অভিযান চালিয়ে এসব চক্রের সদস্যদের গ্রেপ্তার করে র‍্যাব।

সংস্থাটি জানায়, রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজদের অন্তত ৭০টি চক্র রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দিনে রিকশা ও কুলির কাজ করে।

আর রাতে এসে ছিনতাই করছে। যেসব চাঁদাবাজদের ধরা হয়েছে তারা বিভিন্ন সংস্থার নাম ভাংগিয়ে সড়কে চাঁদাবাজি করতো।

শনিবার সকালে র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব ৩ এর অধিনায়ক জানান, ঈদকে সামনে রেখে রাজধানীতে বিভিন্ন চক্র সক্রিয় হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

news24bd.tv/রিমু