শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট ঘোষণা, প্রতিবাদে বিক্ষোভ

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট ঘোষণা, প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার ৮ম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন রনিল বিক্রমাসিংহে। আজ বুধবার অনেক নাটকীয়তার পর অনুষ্ঠিত এ নির্বাচনে তিন প্রার্থীর মধ্যে জয়ী হন তিনি। দুপুরে ভোট গণনা শেষে দেশটির পার্লামেন্টের স্পিকার তাকে জয়ী ঘোষণা করেন।  

এদিকে, রনিল বিক্রমাসিংহে নতুন প্রেসিডেন্ট হওয়ায় এর প্রতিবাদে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ শুরু করেন শ্রীলঙ্কার জনগণ।

তিন প্রতিদ্বন্দ্বীর অন্যতম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জয়ী হওয়ায় শ্রীলঙ্কার ক্ষিপ্ত জনতা ফের বড় বিক্ষোভ শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ বিক্ষোভকারীরা তাকে রাজাপাকসে পরিবারের মিত্র হিসেবেই দেখছে। তবে জয়ী হয়ে এমপিদের নিরাপত্তা এবং দেশটির অর্থনৈতিক দুরাবস্থা নিরসনের আশ্বাস দেন তিনে।

শ্রীলঙ্কায় সাধারণত জনগণের ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়।

তবে এবার সংকটকালে দ্রুততার সঙ্গে নেতা নির্বাচনের প্রয়োজন হওয়ায় বড় পরিসরে ভোটের আয়োজন বাদ দিয়ে পার্লামেন্টে জনপ্রতিনিধিদের ভোটেই নির্বাচিত হলো নতুন সরকারপ্রধান।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন জানিয়েছে, ১৩৪ ভোট পেয়ে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। আর বামপন্থি ন্যাশনাল পিপলস পাওয়ারের অনুরা কুমারা দিসানায়েক পেয়েছেন মাত্র ৩ ভোট।

news24bd.tv/রিমু