নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শিরোপাজয়ী বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক বিবৃতিতে এ অভিনন্দন জানান তিনি।
সোমবার টুর্নামেন্টের ফাইনালে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ জয়ের আনন্দে ভাসে সাবিনা-কৃষ্ণারা। দীর্ঘ ১৯ বছর পর আবার দক্ষিণ এশিয়ার খেতাব অর্জন করল বাংলাদেশ।
ফাইনালে আজ বাংলাদেশকে ১৩ মিনিটেই গোল এনে দেন শামসুন্নাহার জুনিয়র। এরপর ৪০ মিনিটে দারুণ এক শটে গোলকিপারকে পরাস্ত করেন কৃষ্ণা রানি সরকার।
news24bd.tv/FA