বিগত সময়ের মতো এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন তিনি। সোমবার (৫ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট অফিসারদের আমি বলেছি, তিনটি ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন। প্রথমটি হল, যে কাজটি করছেন সেটি আইনসংগত কি-না। দ্বিতীয়টি হচ্ছে, আপনাদের বিবেক এই সিদ্ধান্তে সায় দিচ্ছে কি-না। তৃতীয়টি হল, ১৮ কোটি মানুষের সামনে আমরা যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকবো তারা আসামি। তিনি বলেন, যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারি...
এবার রাতে ভোট হবে না: সিইসি
নিজস্ব প্রতিবেদক
দ্বৈত নাগরিকত্ব ও রোহিঙ্গাদের বিষয়ে কঠোর অবস্থানে ইসি
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, রোহিঙ্গা এবং বিদেশিদের কোনোভাবেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে না। দ্বৈত নাগরিকত্ব ও বিদেশিদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, রোহিঙ্গা ও বিদেশিদের আমরা আমাদের এনআইডি ডেটাবেজে প্রবেশ করতে দেব না। আগে সিদ্ধান্ত ছিল, রোহিঙ্গাদের তথ্য ইসিকে এপিআইয়ের মাধ্যমে দেওয়া হবে। তবে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো মিলে সিদ্ধান্ত নিয়েছে, তথ্য আমাদের কাছেই থাকবে। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আঙুলের ছাপ (বায়োমেট্রিক) যাচাই করার সুযোগ থাকলেই যথেষ্ট। তবে এখনো সিদ্ধান্ত হয়নি, এই সার্ভার কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবে। বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের...
পাপন দম্পতির ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ
নিজস্ব প্রতিবেদক

বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন দম্পতির প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মিলেছে। এরই মধ্যে কমিশনের অনুমোদন মেলায় মামলা করতে যাচ্ছে দুদকের কর্মকর্তা উপ-পরিচালক সাইদুজ্জামান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতি একযুগের বেশি সময় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম করে বিসিবির শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে দুদকে। এ নিয়ে গত ২৮ এপ্রিল পাপনের দুর্নীতি খোঁজে পূর্বাচলে স্টেডিয়ামে নির্মাণ, বিপিএলের খরচ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে ব্যয়, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরণের নথি তলব করে বিসিবিতে চিঠি দেয় দুদক। পাপন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হয়ে বেশ কয়েকবার সংসদ সদস্যও হয়েছেন। তার বিরুদ্ধে এমপি থাকা অবস্থায় অর্থ...
সিন্ডিকেট ভেঙে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের দাবিতে বায়রা'র মানববন্ধন
অনলাইন ডেস্ক

পূর্ববর্তী সরকার আমলে মালয়েশিয়ার শ্রমবারজার কে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে নতুন করে শ্রমবাজার উন্মুক্তের দাবিতে মানববন্ধন করেছেন রিক্রুটিং এজেন্সি মালিকরা। একইসঙ্গে সিন্ডিকেট হোতাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। সোমবার সকাল ১১ টায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) উদ্যোগে সংগঠনের সাধারণ সদস্যরা এই মানব বন্ধনে অংশ নেন। মানববন্ধনে বায়রার জ্যেষ্ঠ সহ সভাপতি রিয়াজ উল ইসলাম বলেন, পূর্ববর্তী সরকারের সময় মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট করে হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। এই সিন্ডিকেটের অপতৎপরতা এখনও চলছে। এই সিন্ডিকেট রুখে দিতে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা চুক্তিতে পরিবর্তন এনে পুনরায় শ্রমবাজার উন্মুক্ত করতে হবে। এছাড়া সিন্ডিকেট হোতাদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর