পীরগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, বল্লমের আঘাতে প্রাণ গেল কিশোরের

পীরগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, বল্লমের আঘাতে প্রাণ গেল কিশোরের

অনলাইন ডেস্ক

রংপুরের পীরগঞ্জের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল আকাশ নামে এক স্কুলছাত্রের। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের বেশ কয়েকজন সদস্য। এ ঘটনায় শিক্ষকসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, খেতাবের পাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কিমিটির ভোট নিয়ে ভোটার হালনাগাদ হচ্ছিল।

কিন্তু একটি পক্ষ ১৮টি অবৈধ ভোটার করার চেষ্টা করলে স্কুলের প্রধান শিক্ষক সাইফুর ইসলাম তাতে আপত্তি জানান।

এই নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার সকাল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্যালয়ে অবস্থান করে একটি পক্ষ। দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিদ্যালয়ে ঢোকার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে বল্লম ছোড়া হলে সেটি কিশোর আকাশের গায়ে লাগে।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আকাশের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ওই পক্ষের লোকজন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়ালকে অবরুদ্ধ করে রাখে। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পীরগঞ্জ থানার এসআই নুরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ‘স্কুলটির ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে আজ সোমবার সকালে বিদ্যালয়ের ভেতর শিক্ষকদের দুই গ্রুপে দ্বন্দ্ব শুরু হয়। পরে এলাকাবাসী বিদ্যালয়ে এলে দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। ’

‘খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তাঁদের ওপরও চড়াও হয় সংঘর্ষে লিপ্তরা। এ সময় আহত হন পুলিশ সদস্যরাও। এ ঘটনায় স্কুলটির সহকারি শিক্ষক আনোয়ারুল ইসলামসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ’

তিনি বলেন, ‘সংঘর্ষে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়ার পর হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। ’

news24bd.tv/তৌহিদ