চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নিষেধাজ্ঞা প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নিষেধাজ্ঞা প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে উচ্চ আদালত। তবে এখন আদালতের নির্দেশনা পেয়ে নতুন তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। ফলে এখন আর নির্বাচনে কোনো বাধা থাকল না।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল আগামী ১৭ অক্টোবর।

কিন্তু সীমানা জটিলতার অভিযোগ এনে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন জেলার গোমস্তাপুর উপজেলার ফকিরপাড়া গ্রামের মো. শাহজাহান শেখের স্ত্রী শামীমা জাহান।

এর পরিপ্রেক্ষিতে আদালত গত ১৩ সেপ্টেম্বর নির্বাচন স্থগিতের আদেশ দিলে নির্বাচন কমিশন আদালতের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।  

এদিকে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বিবাদী পক্ষ উচ্চ আদালতে আপত্তি দাখিল করলে বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপরিত এস এম মনিরুজ্জামানের বেঞ্চ রিট পিটিশনের শুনানি করেন এবং বুধবার আদালতের বিচারকদ্বয় গত ১৩ সেপ্টেম্বরের আদালতের আদেশ খারিজ করে দেন।

বিবাদী পক্ষের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম আবুল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এখন আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করতে পরিপত্র জারি করবে।

news24bd.tv/কামরুল