কংগ্রেসের সভাপতি নির্বাচন আজ

সংগৃহীত ছবি

কংগ্রেসের সভাপতি নির্বাচন আজ

অনলাইন ডেস্ক

ভারতের কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। ২৪ বছর পর গান্ধি পরিবারের বাইরে কেউ হবেন কংগ্রেসের সভাপতি। এবারের নির্বাচনে লড়ছেন মল্লিকার্জুন খারগে এবং শশী থারুর।

৯ হাজারের বেশি প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।  

দিল্লিতে না থাকলেও সভাপতি নির্বাচনে ভোট দেবেন রাহুল গান্ধি। কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন হচ্ছে।  

এর আগে ২০১৭ সালে রাহুল গান্ধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

তবে গত চার বছরে সারা দেশে কংগ্রেসের দৈন্য দশা আরও প্রকট হয়েছে বলেও অনেকে মনে করছেন।

দিল্লিতে দলের সদর দপ্তর ছাড়াও ভারতে ৩৬টি পোলিং স্টেশনের ৬৭টি বুথে কংগ্রেস প্রতিনিধিরা ভোট দিতে পারবেন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  মধুসূদন মিস্ত্রি জানিয়েছেন, ভোটারকে সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে।

ভোটের ফল প্রকাশ করা হবে আগামী বুধবার।

news24bd.tv/আজিজ