সিলেটের জকিগঞ্জে বেপরোয়া গতির ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মানিকপুর ইউনিয়নের কালিগঞ্জ কলাকুটা বাংলা বাড়ি এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জ-সিলেট সড়কে বিপনরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, দ্রুত গতির একটি ট্রাক দুই মোটরসাইকেল আরোহিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
news24bd.tv/আজিজ