বিয়েবাড়ির চা পানে হাসপাতালে ১০

সংগৃহীত ছবি

বিয়েবাড়ির চা পানে হাসপাতালে ১০

অনলাইন ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রামে বিয়ের অনুষ্ঠানে ভুলবশত চা পাতা ভেবে দানাদার কীটনাশক মিশিয়ে তৈরি করা হয় চা। সেই চা পান করে অন্তত ১০ জন অসুস্থ হয়েছেন। অসুস্থদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রফিকুল ইসলামের মেয়ের বিয়ে অনুষ্ঠান ছিল শুক্রবার রাতে। বরপক্ষের লোকদের জন্য মেয়ের বাড়ির লোকজন চায়ের আয়োজন করে। কনের ফুফু চা তৈরি করতে রান্না ঘরে যান। তিনি ভুলবশত চা পাতা ভেবে দানাদার কীটনাশক মিশিয়ে চা তৈরি করেন।

ওই চা পান করে ১০ জন অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।  

অসুস্থদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে সেখান থেকে পাঁচজনকে রংপুর হাসপাতালে পাঠানো হয়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, অসুস্থদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট। পাঁচ রোগীকে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

news24bd.tv/হারুন