সেমিফাইনালে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল

সংগৃহীত ছবি

সেমিফাইনালে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। মুন্সিগঞ্জে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে জায়ান্ট বসুন্ধরা কিংস। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল।  

মুন্সিগঞ্জে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আটকে সেমির টিকেট কাটলো বসুন্ধরা কিংস।

ছন্দময় ফুটবল খেলা কিংসের ফুটবলাররা ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায়। দলকে এগিয়ে দেন রাকিব হোসেন। এরপর সুযোগ তৈরি করলেও বিরতির আগে লক্ষ্যভেদ করতে না পারায় আর কোনো গোল হয়নি কিংসের। ৮৪ মিনিটে রবসন রোবিনহো দলের পক্ষে দ্বিতীয় গোল করলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে কিংসের ফুটবলাররা।

গত মৌসুমের তুলনায় এ মৌসুমে পরিপক্ব দল রাসেলের লক্ষ্য ফাইনাল। চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল শেখ রাসেল। গোপালগঞ্জের শেখ ফজলুল মণি স্টেডিয়ামে একাধিকবার প্রতিপক্ষের জালে হানা দিলেও প্রথমার্ধে গোলশূন্য থাকে শেখ রাসেল। বিরতি থেকে ফিরেও গোলের দেখা পাচ্ছিল না দলটি। তবে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে এগিয়ে যায় শেখ রাসেল। জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড  এমফন সানডে।

আবাহনী লিমিটেড ও শেখ জামালের ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে লড়বে শেখ রাসেল ক্রীড়া চক্র।

news24bd.tv/আজিজ